E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় অন্যরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

২০১৪ ডিসেম্বর ২৯ ১৮:২২:২৩
মাগুরায় অন্যরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধি : আজ সাথীদের সাথে প্রতিযোগিতায় নেমেছে শাপলা খাতুন (১৩)। মাত্র ৪ বছর বয়সে বাবাকে হারিয়েছে শাপলা । মা অন্যত্র বিয়ে করে সংসারি হয়েছেন। ৭ বছর আগে প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে এই শিশু পরিবারের বাসিন্দা হিসেবে আসে জনম দুঃখি শাপলা। সেই থেকে প্রায়  দু’শো বালিকার সাথে তার বেড়ে উঠা। এখন সে ৭ম শ্রেণীর ছাত্রী। বছরের এই দিনটি খুবই প্রত্যাশিত সে সহ তার সাথীদের কাছে।

সারাদিন সবাই মিলে শুধু খেলাধুলা আর আনন্দ বিনোদনে কেটেছে শাপলার মতই তানিয়া খাতুন(১৪), রিনা খাতুন (১৩), তানিয়া সুলতানা (১২), সোনিয়া খাতুনসহ (৯) ১শ ৭৫জন ছাত্রীর। আনন্দ উচ্ছাসে কেটেছে তাদের সারাদিন।

আজ সোমবার দিনব্যাপী মাগুরা সরকারি শিশু পরিবারের অনুষ্ঠিত হয়েছে এতিম বালিকাদের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

সকাল থেকে শিশু পরিবারের পৌনে দুশো এতিম বালিকা মেতে উঠে বিভিন্ন ধরণের দৌড়, বিস্কুট দৌড়, দড়ি লাফ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, নাচ গানসহ নানা ধরণের বিনোদনে। নানা আয়োজনের মধ্য দিয়ে বিকেলে শেষ হয় বার্ষিক এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মাগুরার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রোস্তম আলী।


(ডিসি/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test