E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একদিন হাতে রেখেই জয় তুলে নিলো নিউজিল্যান্ড

২০১৪ ডিসেম্বর ২৯ ১৯:০৪:৩৫
একদিন হাতে রেখেই জয় তুলে নিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেটে পরাজিত হয়েছে। একদিন হাতে রেখেই এই জয় তুলে নিলো কিউইরা। ক্রাইস্টচার্চ টেস্ট চতুর্থ দিনেই শেষ হওয়ার কারণে বিপদটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন শ্রীলঙ্কা অধিনায়ক এঞ্জেলো ম্যাথুস। একদিকে সমালোচকরা দায়ী করছেন সবুজ উইকেটে টসে জিতেও ফিল্ডিং নেওয়ার জন্য, অন্যদিকে প্রথম ইনিংসে ফলোঅনে পড়া। তবে প্রশংসা যোগ্য লঙ্কানরাও। দ্বিতীয় ইনিংসে তারা যদি ৪০৭ রান করতে না পারলে ম্যাচটা চতুর্থ দিনেও গড়াতো না।

শুরু থেকেই বলা হচ্ছিলো, সবুজ উইকেটে আগে ব্যাটিং নেওয়ার জন্য। কিন্তু নিজেদের পক্ষে আলাদা ‘সুবিধা’ পাওয়ার জন্যেই নাকি কিউইদেরকে আগে ব্যাটিং করবার জন্য আমন্ত্রণ জানান ম্যাথুস। ব্যাট হাতে কিউইরা প্রথম ইনিংসে ৪৪১ রান করলে ভুল ভাঙ্গে শ্রীলঙ্কার। এই ইনিংসে সর্বোচ্চ ১৯৫ রানের ইনিংস খেলেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ফলাফল, প্রথম ইনিংসে ব্যাটে নেমে ১৩৮ রানে অলআউট হওয়ার সুবাদে ফলোঅনে পড়ে স্বাগতিকরা।

তবে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে রান পায় সফরকারীরা। অন্যথায় তৃতীয় দিনেই শেষ হতে পারতো সিরিজের প্রথম টেস্টটি। দ্বিতীয় ইনিংসে ৪০৭ রান করার পিছনে মূল নায়ক লঙ্কান দলের নয়া ওপেনার দিমুথ কারুনারত্নে। এই ইনিংসে তিনি খেলেন ক্যারিয়ার সেরা ১৫২ রানের ইনিংস। চতুর্থ দিনে ৪০৭ রানে ম্যাথুসরা অলআউট হলে, কিউইদের সামনে টার্গেট পড়ে মাত্র ১০৫ রান। তবে তা তুলতে নিউজিল্যান্ডকে হারাতে হয়েছে মাত্র দুইটি উইকেট। ফলে আট উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাককালামবাহিনী। এদিকে এই জয়ের মধ্যে দিয়ে চলতি বছরে মোট পাঁচ টেস্টে জয় পেলো স্বাগতিকরা।

উল্লেখ্য, ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।

(ওএস/পি/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test