E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেলবোর্ন টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হবে ভারতকে

২০১৪ ডিসেম্বর ২৯ ১৯:৩২:২৪
মেলবোর্ন টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হবে ভারতকে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্টিফেন স্মিথের অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টে সফরকারী ভারতকে আরেকটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। পঞ্চমদিনে ভারতকে জিততে হলে গড়তে হবে ইতিহাস। চতুর্থ দিন শেষে স্বাগতিকরা এগিয়ে ৩২৬ রানে, হাতে রয়েছে এখনো ৩ উইকেট। মেলবোর্ন ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার দেয়া ৩৩২ রানের লক্ষ্য একবার ছুঁয়েছিল ইংল্যান্ড। তাও ৮৬ বছর আগে। অস্ট্রেলিয়া আরো কিছু রান জমা করে ইনিংস ঘোষণা করলে ১৯২৮ সালের গড়া রেকর্ড ভাঙতে হবে ধোনি-কোহলিদের। পঞ্চমদিনে তিন’শ’র উপরে টার্গেট কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে স্বভাবতই চিন্তায় মগ্ন রয়েছে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে থাকা ভারত।

সিরিজের প্রথম দুই টেস্টের মতো তৃতীয় টেস্টেও উত্তেজনাকর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে দুই দল। চতুর্থদিন শেষে ম্যাচের সমীকরণ সে আভাসই দিচ্ছে। অজিদের পেস বনাম ভারতের ব্যাটিংয়ে মেলবোর্ন টেস্টের পঞ্চমদিনে রোমাঞ্চকর ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রব কী বিশ্বাস করেন এ ম্যাচে ফলাফল বের করা সম্ভব।

রব কী বলেছেন, ‘এ ম্যাচে অবশ্যই অস্ট্রেলিয়া ভেবারিট। তারপরও ভারত চাইবে জয়ের লক্ষ্যের দিকে ধাবিত হতে। অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে চাইবে। আর এর ফলেই টেস্ট ক্রিকেটের রোমাঞ্চকর একটি দিন হতে চলেছে মঙ্গলবার।’

উল্লেখ্য, মেলবোর্ন টেস্টের পঞ্চমদিনে মঙ্গলবার মোট ৯৬ ওভার অনুষ্ঠিত হবে।

(ওএস/পি/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test