E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধোনিকে ভরসা করতে পারছেন না গাঙ্গুলি!

২০১৪ ডিসেম্বর ২৯ ১৯:৪৬:০০
ধোনিকে ভরসা করতে পারছেন না গাঙ্গুলি!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে রাখার পক্ষে দ্বিমত পোষণ করেছেন। গাঙ্গুলির মতে, টেস্টে ধোনির পারফর্মেন্স এখন আর অধিনায়কসুলভ নয়। ২০১১ সালের পর থেকে ধোনিত নেতৃত্বে মাত্র দুইটি টেস্টে জয়ের মুখ দেখেছে ভারত। কিছু ম্যাচে তার ব্যক্তিগত পারফর্মেন্স ভালো থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে হাসেনি ধোনির ব্যাট। শুধু তাই নয়, এই সিরিজেও ইতিমধ্যে ২-০ তে পিছিয়ে রয়েছে ভারত।

দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমি মনে করি ধোনি একজন ভালো অধিনায়ক। ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান পর্যালোচনা করলেই তার প্রমাণ পাওয়া যায়। তবে টেস্ট ক্রিকেটে তার অধিনায়কত্ব নিয়ে নির্বাচকদের ভাবা উচিত। এটা কিন্তু চলতি অস্ট্রেলিয়া সিরিজকে কেন্দ্র করেই নয়। যদিও, সিরিজের শেষে এ নিয়ে কথা বললে ভালো হতো। তবে আমি আশাবাদী, সে(ধোনি) নিজেকে নতুন করে উজ্জীবিত করবে এবং দলকে সামনে এগিয়ে নেওয়ার উপায় বের করবে।’

একই সাথে গাঙ্গুলি বিরাট কোহলির প্রসংশা করেন এবং জানান, বিরাট ভবিষ্যতে দলকে নেতৃত্ব দেবে। ২৬ বছর বয়সী বিরাট সম্পর্কে গাঙ্গুলি বলেন, ‘সে(কোহলি) দলের ভবিষ্যৎ। একসময় সে ভারতের অধিনায়ক হবে। আমি তার ইচ্ছাশক্তিকে পছন্দ করি। আপনার অবশ্যই চরম ইচ্ছাশক্তি থাকতে হবে। তিনি বলেন, 'তোমাকে নিরপেক্ষ হতে হবে। শুধু তাই নয়, তোমাদের অধিনায়ককেও হতে হবে যথার্থ। যখন ধোনি আসন্ন বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে চলেছে, এরপরেই আমরা দেখতে পারবো কি ঘটে।'

উল্লেখ্য, অজিদের বিপক্ষে প্রথম দুই টেস্টে পরাজিত হয়েছে সফরকারী দল ভারত। প্রথম ম্যাচে ধোনি চোটের কারণে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচ ও তৃতীয় ম্যাচে তাকে জ্বলে উঠতে দেখা যায়নি।

(ওএস/পি/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test