E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বপ্নের বিশ্বকাপে চূড়ান্ত আফগান দল

২০১৪ ডিসেম্বর ৩০ ১১:২২:৩২
স্বপ্নের বিশ্বকাপে চূড়ান্ত আফগান দল

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আফগানিস্তানের। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিট পেয়েছে তারা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সেই মিশন পুরণের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যে দলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ নবী। ১৫ সদস্যের চূড়ান্ত দলের সঙ্গে চারজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

বিশেষ কারণে আফগানিস্তান দলের গতি প্রকৃতি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশেরে বিশ্বকাপ মিশনে প্রথম প্রতিপক্ষ এই আফগানিস্তান।
ঘোষিত দলে কিছু চমক আছে। উইকেটরক্ষক শফিকুল্লাহকে স্ট্যান্ডবাইয়ের তালিকায় রাখা হয়েছে। আর আরব আমিরাতে সম্প্রতি ওয়ানডে সিরিজে অভিষিক্ত আফসার জাজাইকে পুরো টুর্নামেন্টে একমাত্র উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে। এদিকে ডাক পেয়েছেন ওসমান গনি। চলতি বছরের শুরুর দিকে যার ওয়ানডে অভিষেক হয়। এর মধ্যেই জিম্বাবুয়ের বিপক্ষে একটি সেঞ্চুরিসহ ৩১৬ রান করেন তিনি। চলতি বছর দলটির দুজন সেঞ্চুরিয়ান ব্যাটসম্যানের একজন তিনি।
তবে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদের আফগানদের প্রথম বিশ্বকাপ মিশনে জায়গা হয়নি। গত মার্চে এশিয়া কাপের পর তিনি এখনো কোনো ওয়ানডে খেলেননি।
আফগানিস্তান দল : মোহাম্মদ নবী (অধিনায়ক), নওরোজ মঙ্গল, আসগার স্টানিকজাই, সামিউল্লাহ শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), নজিবুল্লাহ জারদান, নাসির জামাল, মিরওয়াইস আশরাফ, গুলবাদিন নায়েব, হামিদ হাসান, শাপুর জরদান, দাওলাত জরদান, আফতাব আলম, জাভেদ আহমাদি ও ওসমান গনি।
স্ট্যান্ডবাই : শফিকুল্লাহ (উইকেটরক্ষক), শরাফুদ্দিন আশরাফ, ইজাতুল্লাহ দাওলাতজি ও হাসমতউল্লাহ সাইদি।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test