E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন রূপে সাজানো হচ্ছে সারিয়াকান্দি পাবলিক মাঠ

২০১৫ জানুয়ারি ০২ ১৫:২৯:৫২
নতুন রূপে সাজানো হচ্ছে সারিয়াকান্দি পাবলিক মাঠ

বগুড়া প্রতিনিধি : যুবসমাজকে খেলার মাঠমুখি করতে এবার সাজানো হচ্ছে সারিয়াকান্দি পাবলিক মাঠ। ঘাস লাগিয়ে নতুন রূপে সাজানো হচ্ছে। দ্রুত চলছে সারা মাঠ জুড়ে ঘাস লাগানোর কাজ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন এর উদ্যোগে মাঠ দখলমুক্ত কওে টুর্নামেন্ট আয়োজন শেষে আবার খেলার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। টুর্নামেন্ট আয়োজনের আগে প্রতি শনি ও মঙ্গলবার ওই মাঠে হাট বসেছে। সন্ধ্যার পর মাদকসেবীদের ছিল নিরাপদ স্থান।

হাট ইজারাদারের মাধ্যমে দীর্ঘ প্রায় ২০ বছর মাঠটি থাকে হাটুরেদের দখলে। দিনে দিনে মাঠটি হয়ে পড়ে খেলাধুলার অনুপোযোগী। এলাকার যুব ও ছাত্র সমাজ খেলাধুলার সুযোগ থেকে হয় বঞ্চিত। তরুণ ও যুবকেরা পড়ে মাদকের কবলে, মাদকাসক্তর সংখ্যা দিনদিন বৃদ্ধি পেতে থাকে। মাদকের দৌরাত্ব যেন কোনমতেই থামানো যাচ্ছিলনা। কয়েকজন অভিভাবক মাদকাশক্ত নিজ সন্তানকে পুলিশের নিকট সোপর্দ করেছেন। মাদকের দাপটে অভিভাবকরা যখন অসহায় তখন এগিয়ে আসেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন।

তিনি এলাকার সচেতন মহলকে নিয়ে গঠন করেন মাদক নির্মূল কমিটি। বিভিন্ন স্থানে চলে মাদক বিরোধী সমাবেশ। সেই সাথে তরুন ও যুব সমাজকে খেলাধুলায় ফিরে আনার উদ্যোগ গ্রহন করেন। দখলদারদের কবল থেকে মুক্ত করে নেশার আড্ডা বন্ধ করেছেন। শুধু খেলাধুলার জন্য পাবলিক মাঠটি তরুণ ও যুব সমাজকে ব্যবহার করার ব্যবস্থা করে দেন। গত ১৬ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়েছে আব্দুল মান্নান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। খেলার উদ্বোধন করা হয় ১ ডিসেম্বর। এবার আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন শাহী সুমন। তাই আবারো শুরু হয়েয়ে মাঠ পরিচর্যার কাজ। কয়েক দিন আগে মাঠে হাল চাষ করা হয়। তারপর থেকে কয়েক দিন ধরে চলে মাঠে পানি সেচ।

এখন চলছে ঘাস লাগানোর কাজ। এব্যাপারে আলমগীর শাহী সুমন জানান, পাবলিক মাঠটি নতুন রূপে সাজানো হচ্ছে যাতে করে তরুন ও যুব সমাজ খেলার মাঠ মুখি হয়। খেলাধুলায় এলাকার হারানো ঐতিহ্য ফিরে আনতে এমপি আব্দুল মান্নান সার্বিক সহযোগীতা করছেন। তিনি আরো জানান, সদ্য সমাপ্ত আব্দুল মান্নান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল হওয়ায় আগামীতে সবগুলো ইউনিয়ন নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে। স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীরা আলমগীর শাহী সুমনকে তার কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন।

(এএসবি/এএস/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test