E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৫ ফেব্রুয়ারি ২৪ ১৭:৩২:০৮
ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : সোমবার বিকেল ৪ টায় নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত ফাঁড়ির অদূরে ভারত সীমানার মধ্যে বিজিবি ও বিএসএফ এর ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ভারত সীমানার মধ্যে এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, বিজিবি নওগাঁর পত্নীতলার ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিকুল হাসান পিএসসি পদাতিক ও ভারতের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রীভাসতাভ। প্রতিযোগিতায় বিজিবি ২৩ ও বিএসএফ ২৫ পয়েন্ট অর্জন করে ২ পয়েন্টের ব্যবধানে বিএসএফ চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে বিজয়ীদল ভারতকে বিজিবি কমান্ডিং অফিসার চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। বিজিত দল বাংলাদেশকে বিএসএফ এর কমান্ডিং অফিসার রানার্সআপ ট্রফি তুলে দেন। এ সময় দুই দেশের সীমান্ত ঘেষা নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test