E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বান্দরবানে শুরু হচ্ছে আব্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

২০১৫ সেপ্টেম্বর ১০ ১৫:০৯:৫৫
বান্দরবানে শুরু হচ্ছে আব্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান রাজার মাঠে শুক্রবার থেকে শুরু হচ্ছে আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৫। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বান্দরবান ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ শাহ আলম ও সদস্য সচিব রাজেশ দাশ বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, যুবসমাজের অবক্ষয় রোধ এবং মাদকাসক্ত থেকে যুবসমাজকে ফেরাতে নবীন খেলোয়াড়দের অংশ গ্রহনে ৪ বারের মতো আয়োজন করা হয়েছে আব্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। নকাউট পর্বে ৮টি দল অংশ নিচ্ছেন এবারের টুর্নামেন্টে। উদ্বোধনী অনুষ্ঠানে জাদিতং যুব সংঘ ও জুভেন্টাস্ মারমা বাজার একাদশ অংশ নেবে।

এতে প্রধান অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দীপ্তি কুমার বড়–য়া, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, ডিএফএ’র সাধারণ সম্পাদক মং নু চিং মারমা, ক্রীড়া সংগঠক সাদেক হোসেন চৌধুরীসহ জেলা নবীন প্রবীন ও প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

অংগ্রহনকারী অন্যান্য দলগুলো হচ্ছে গোল্ডেন বয়েজ ক্লাব, বান্দরবান বাজার একাদশ, বান্দরবান সকার ক্লাব, তাইদাং ক্লাব, বান্দরবান সিটি বয়েজ ক্লাব ও বাজার একাদশ বান্দরবান। ১৬ সেপ্টেম্বর ২য় সেমিফাইল খেলা অনুষ্ঠিত হবে।

বান্দরবান জেলার ক্রীড়া জগতের নক্ষত্র আধুনিক বান্দরবানের রূপকার খ্যাত জননেতা পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র প্রদত্ত সময় অনুযায়ী ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা হবে। তবে আয়োজকরা জানান আগামী ঈদুল আযহা’র আগে তারা খেলা শেষ করতে চান।

(এএফবি/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test