E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এত কিছুর পরও শেষ রক্ষা হল না মুম্বাইের

২০১৪ মে ২৯ ১০:৪৮:৫৪
এত কিছুর পরও শেষ রক্ষা হল না মুম্বাইের

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মুম্বাই ইন্ডিয়ান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলতি মৌসুমে একেবারেই বাজে শুরু করেছিল। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স শুরুর ধাক্কা সামলিয়ে স্বরুপে ফিরেছিল। কিন্তু অবশেষে বুধবার আইপিএল থেকে বিদায় নিল মুম্বাই ইন্ডিয়ান্স।

এদিন চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল তারা। আর এই ইলিমিনেটর ম্যাচ জেতায় ‘কোয়ালিফায়ার ১’ এ কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বুধবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। আর ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। ল্যান্ডল সিমন্স (৬৭) ও মাইকেল হাসির (৩৯) উদ্বোধনী জুটির উপর ভিত্তি করেই ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে মুম্বাই। চেন্নাইয়ের হয়ে মোহিত শর্মা সর্বোচ্চ ৩টি উইকেট দখল করেন।

জবাবে সুরেশ রায়না (৫৪*) ও ডেভিড হাসির (৪০*) ব্যাটে ছড়ে ৩ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই। এছাড়া ফাপ ডু প্লেসিস ৩৫ ও ডোয়াইন স্মিথ ২৪ রান সাজঘরে ফিরে যান।

কিন্তু অপরাজিত দুই ব্যাটসম্যান রায়না ও হাসির অসাধারণ ব্যাটিং নৈপুণ্যেই ১৮.৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোরবোর্ডে দাড়া ১৭৬/৩। ফলে সাত উইকেটের জয়ে কোয়ালিফায়ার ১ এ খেলার যোগ্যতা অর্জন করে চেন্নাই। আর সেই ম্যাচে জয়ী দলই ফাইনালে কলকাতার মুখোমুখি হবে শিরোপা জয়ের লড়াইয়ে।

(ওএস/পি/মে ২৯,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test