E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিরে দেখা বিশ্বকাপ .........

২০১৪ মে ২৯ ১১:০৩:৫১
ফিরে দেখা বিশ্বকাপ .........

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ১৯৩০ সালে প্রতিযোগিতার শুরু। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। দর্শক সংখ্যার দিক দিয়ে বিশ্বকাপ মূল পর্ব বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান। ফিফার হিসেব অনুযায়ী ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেছেন প্রায় ৭১৫.১ মিলিয়ন দর্শক। একারণেই এই আসরকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এমনই কিছু রেকর্ড নিয়ে আজ আবারো হাজির হয়েছি ‘রেকর্ড কর্ণার’-এর পর্ব নিয়ে।

১) ১৯৫৪’র বিশ্বকাপে অস্ট্রিয়া সুইজারল্যান্ডকে হারায় ৭-৫ গোলে। এটাই এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরিং ম্যাচ।

২) রাশিয়ার ওলেগ সালেনকো বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডধারী। ১৯৯৪ বিশ্বকাপে তিনি ক্যামেরুনের বিপক্ষে একাই ৫ গোল করেন।

৩) ফিফার ২০৮টি সদস্য দেশের মধ্যে ২০৪টি এখন পর্যন্ত বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলেছে।

৪) ১৯৩০ বিশ্বকাপে সব মিলায়ে ম্যাচ ছিলো ১৮টা, ২০১৪ বিশ্বকাপে থাকবে ৬৪টা।

৫) বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলদাতা হলেন ফ্রান্সের লুইস লরেন্ত। ১৯৩০’র বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর প্রথম গোলটি করেন।

৬) এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ফ্রান্সের জ্যা ফন্টেইনের। ১৯৫৮ বিশ্বকাপে তিনি ১৩ গোল করেন। বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হিসাবে তার এই রেকর্ড টিকে ছিলো বহু বছর, পরে ব্রাজিলের রোনালদো তা ভেঙ্গে দেন। উল্লেখযোগ্য বিষয় হলো তিনি এই একটি বিশ্বকাপই খেলেছেন।

৭) বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন ব্রাজিলের রোনালদো। ১৫ টি গোল করেছেন তিনি। ১৪ গোল নিয়ে তার ঠিক পরেই আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। এই বিশ্বকাপে একটি গোল দিতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন রোনালদোকে, দুইটি দিলে হয়ে যাবেন বিশ্বকাপের অলটাইম সর্বোচ্চ গোলদাতা।

৮) ব্রাজিলের পেলে হলেন একমাত্র খেলোয়াড় যিনি তিন তিনটি বিশ্বকাপ জিতেছেন। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোলদাতা, সবচেয়ে কম বয়সে হ্যাট্রিক করা খেলোয়াড়, সবচেয়ে কম বয়সী(১৭ বছর ২৪৯ দিন) বিশ্বকাপ ফাইনাল খেলা খেলোয়াড়- এই রেকর্ডগুলাও পেলের দখলে যা তিনি তাঁর প্রথম বিশ্বকাপে(১৯৫৮) দখল করেন।

৯) বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হলেন ক্যামেরুনের রজার মিলা। ১৯৯৪ বিশ্বকাপে যখন রাশিয়ার বিপক্ষে গোল করেন তখন তার বয়স ছিলো ৪২ বছর।

১০) ১৯৫০ বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল ভারত কিন্তু জুতা পরে খেলতে হবে বলে তারা পরে নাম উইথড্র করে। ঐ সময় ভারতীয় প্লেয়াররা জুতা পরতো না, তারা খালি পায়েই ফুটবল খেলতো।

(ওএস/পি/মে ২৯,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test