E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইংল্যান্ড ফুটবল দলকে পরামর্শ দিলেন স্টিফেন হকিং

২০১৪ মে ২৯ ১১:৩৬:৩৩
ইংল্যান্ড ফুটবল দলকে পরামর্শ দিলেন স্টিফেন হকিং

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের আঁচ পোয়াচ্ছেন তিনিও৷ অল্প সময়ের জন্য হলেও পদার্থবিদ্যার জটিল তত্ত্বকে পাশে সরিয়ে রেখে৷ বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের ফুটবলারের স্ত্রী বা বান্ধবীদের নিয়ে যাওয়া নিয়ে যখন সে দেশে হইচই, তখন বিশ্বখ্যাত পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিং বলে দিলেন, নারীবাহিনীকে নিয়ে যাওয়া বা না যাওয়ার উপর বিশ্বকাপে রুনিদের পারফরম্যান্স নির্ভর করছে না৷ রীতিমতো পদার্থবিদ্যার ফর্মুলার ঢঙেই রয় হজসনের ফুটবলারদের সাফল্যের পথ বাতলে দিয়েছেন তিনি৷ শেক্সপিয়ারের 'টু বি অর নট টু বি'কে উদ্ধৃত করে তিনি বলেন, 'ওয়্যাগ (ওয়াইভস অ্যান্ড গার্লফ্রেন্ড)দের ব্রাজিল নিয়ে যাওয়া উচিত কি না, সেটাই একমাত্র প্রশ্ন৷' এর পরই তাঁর সুচিন্তিত মত, 'এ সব অবশ্য কোনও প্রভাবই ফেলবে না দলের উপর৷ দলের সাফল্য নির্ভর করে আছে পরিবেশ, শারীরবৃত্তীয়, মানসিক, রাজনৈতিক এবং দলের স্ট্র্যাটেজির উপর৷'

ব্রিফ হিস্ট্রি অফ টাইমের লেখক এর পর অবশ্য মন্তব্য করেছেন, বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে ইংল্যান্ড ভালোই খেলবে৷ ইংল্যান্ডের জেতার সম্ভাবনাও ২০ শতাংশ বলে মন্তব্য তাঁর৷ হকিংয়ের কথায়, '৪-৪-২ ছক বদলে যদি দল ৪-৩-৩ ছকে খেলে, তা হলে এই সাফল্যের সম্ভাবনা বেশি৷ সেক্ষেত্রে দল আক্রমণাত্মক বেশি থাকছে৷ তা ছাড়া জার্সির সম্পর্ক রয়েছেও সাফল্যের পিছনে৷ জার্মানির এক দল মনস্তত্ত্ববিদ প্রমাণ করেছেন, লাল রং অনেক বেশি আত্মবিশ্বাসের প্রতীক৷ দলের সকলের জার্সি লাল রঙের হলে, তা বাড়তি মনোবল জোগায়৷' তাঁর মন্তব্য, 'ইউরোপের রেফারিরা ইংলিশ ফুটবলের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল৷ ইংল্যান্ডের ক্লাবে খেলা সুয়ারেসের মতো কোনও ফুটবলারের প্রতি নয়৷'

সুয়ারেস এবং তাঁর দল নিয়ে যে দিন মন্তব্য করলেন বিশ্ববরেণ্য পদার্থবিদ, সে দিনই লিভারপুলের ফরোয়ার্ড তাঁর ইংল্যান্ডের সতীর্থদের এস এম এস করে জানালেন, বিশ্বযুদ্ধের ম্যাচে তিনি ফিরছেন৷ তাঁর কথায়, 'ইংল্যান্ডের বিরুদ্ধে দলে থাকা না থাকা নিয়ে অনেক গুজব রটছে৷ কিন্ত্ত আমি ওদের জানিয়ে দিতে চাই আমি ফিরছিই৷'

(ওেএস/এইচ/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test