E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ঘরে তুলবে!

২০১৪ মে ২৯ ১৮:২০:০২
ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ঘরে তুলবে!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : এবারের বিশ্বকাপ ফাইনালে কোন কোন দল খেলবে? এনিয়ে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস ফাইনালের ম্যাচ নিয়ে জরিপ চালিয়েছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ বাণী করেছে, মারাকানার ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলবে স্বাগতিক ব্রাজিল।

তারা তাদের জরিপটি চালিয়েছে মূলত দুই দলের পরিসংখ্যন ঘেটে। এর আগে ২০১০ সালের দক্ষিন আফ্রিকা বিশ্বকাপে গোল্ডম্যান স্যাকস ভবিষ্যৎ বাণী করেছিল ব্রাজিল শিরোপা জিতবে আর স্পেন, নেদারল্যান্ড ও জার্মানি যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করবে।

তাদের সেই ভবিষ্যৎ বাণী মিথ্যে প্রমানিত হয় ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের কাছে হার দিয়ে। এছাড়া নেদালল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। জার্মানি ও উরুগুয়ে খেলেছিল শেষ চারে।

গোল্ডম্যান সাচের এই পূর্বাভাস পরিসংখ্যান মডেল নির্ভর। ব্রাজিল বিশ্বকাপে অংশ নেয়া ৩২ টি দেশের ম্যাচ এবং গোলের পরিসংখ্যানের উপর ভিত্তি করে তারা এই গবেষণা চালিয়েছে। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচ বিশ্লেষণ করে তারা এই ভবিষ্যৎ বাণী করে।

গোল্ডম্যানের বিশ্লেষণ মতে, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৪৮.৫ শতাংশ। এরপর বিশ্বকাপ জয়ের সম্ভাবনার দিক থেকে এগিয়ে আছে আর্জেন্টিনা ও জার্মানি। আর্জেন্টিনার শিরোপা জেতার সম্ভাবনা ১৪.১ শতাংশ আর জার্মানির ১১.৪ শতাংশ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আবারো শিরোপা জেতার সুযোগ রয়েছে ৯.৮ শতাংশ।

(ওএস/পি/মে ২৯,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test