E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জার্মান খেলোয়াড় গাড়ি দুর্ঘটনার কবলে

২০১৪ মে ২৯ ১৮:৫৯:৫২
জার্মান খেলোয়াড় গাড়ি দুর্ঘটনার কবলে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপ ফুটবল কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে। অনুশীলনে শোয়েইনস্টেইগার ও স্যামি খেদিরা যোগদান করলেও, চোটাঘাতের কারণে জার্মান দলের অনেক তারকা খেলোয়াড়ের বিশ্বকাপ খেলা প্রায় অনিশ্চিত।

মিডফিল্ডার লার্স বেন্ডারের এরই মধ্যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে। গাড়ি দুর্ঘটনার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারতেন আরও দুই ফুটবলার।

উত্তর ইতালির পাসিরিয়ায় জার্মানির প্রশিক্ষণ শিবিরে এক গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন বেনেডিক্ট হোভেডেস ও ইউলিয়ান ড্রেক্সলার । জার্মান মোটরগাড়ি নির্মাতা ও জাতীয় দলের স্পনসর মার্সিডিজ আয়োজিত প্রদর্শনী ড্রাইভিং প্রতিযোগিতাতেই ঘটে এ দুর্ঘটনা।

তবে ভাল খবর হল দুই ফুটবলার অক্ষতই আছেন, অক্ষত আছেন তাঁদের গাড়ির চালকেরাও। কিন্তু মারাত্মক আহত হয়েছেন ৬৩ বছর বয়সী এক জার্মান সমর্থক ও এক নিরাপত্তাকর্মী। একটি গাড়ি চালাচ্ছিলেন ফর্মুলা ওয়ান ড্রাইভার নিকো রসবার্গ, অন্যটি প্যাসকাল ভেরলেইন । ভেরলেইনের গাড়ির সামনে পড়েই আহত হয়েছেন দুজন।

দুর্ঘটনার পর কিছুটা হলেও মানসিক চাপে পড়েছে জার্মান ফুটবলাররা। দলটির ম্যানেজার অলিভার বিয়েরহফ জানিয়েছেন, খেলোয়াড়েরা বড় ধরনের মানসিক ধাক্কা খেয়েছেন, ‘গাড়িতে মাত্র দুজন খেলোয়াড় থাকলেও পুরো দলেরই এ ঘটনায় মন খারাপ’।’

(ওএস/পি/মে ২৯,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test