E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেইমারই ব্রাজিলের আশা : রোনালদো

২০১৪ মে ৩১ ১০:২৮:৩১
নেইমারই ব্রাজিলের আশা : রোনালদো

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ব্রাজিলকে এমনিতেই টপ ফেভারিট হিসেবে মেনে নিচ্ছেন সবাই। কোচ লুই ফেলিপে স্কলারি আর তারকা স্ট্রাইকার নেইমার ডি সিলভার কারণে ফেভারিটের তকমাটা ব্রাজিলের গায়ে সেঁটে গেছে আরও বেশি। আশাবাদীদের তালিকা থেকে বাদ যাচ্ছেন না দেশটির কিংবদন্তি ফুটবলার, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক রোনালদোও। তিনি বলেন, 'দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে ব্রাজিল।

এর একটাই কারণ, ২০০২ বিশ্বকাপের মতোই দারুণ আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা। আমার বিশ্বাস, ২০১৪ বিশ্বকাপের দলটি সত্যিই শক্তিশালী। দারুণ ভারসাম্য রয়েছে ব্রাজিল দলের মধ্যে। তারুণ্য আর প্রতিভার ছড়াছড়ি। বিশেষ করে নেইমার। চমৎকার একজন ফুটবলার। দারুণ প্রতিভাবান। নেইমারই এখন আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় আশা। আমার বিশ্বাস, নেইমারই পারবেন ব্রাজিলকে নিজের দেশ থেকে হেক্সা উপহার দিতে।'

১৯৯৪ এবং ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদো মনে করেন, অন্য দলগুলোর সঙ্গে পার্থক্য গড়ে দিতে পারেন একমাত্র নেইমারই। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিল কীভাবে বিশ্বকাপ জিতবে তার ব্যাখ্যাও দিয়েছেন রোনালদো।

তিনি বলেন, 'আর একটা বড় কারণ হলো, আমরা খেলব নিজেদের মাটিতে, নিজেদের দর্শকদের সামনে। এ কারণেই আমি খুবই আশাবাদী যে, যদি আমি আরও কয়েক বছরের ছোট হতাম এবং ৪৫ পাউন্ড ওজন কম হতো, তাহলে নিজ দেশের দর্শকদের সামনে খেলে ধন্য হতাম।'

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test