E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলকাতার সাফল্যের ১০ কারণ.......

২০১৪ জুন ০১ ১৯:০৫:৩৫
কলকাতার সাফল্যের ১০ কারণ.......

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আরেকটি আইপিএল দেখতে দেখতে শেষের বিকেলে।রোববার রাত ৮টা ৩০ মিনিটে চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে ময়দানি লড়াইয়ের মাধ্যমে বেছে নেয়া হবে সপ্তম আইপিএলের সেরা দলকে? যেখানে মুখোমুখি হবে ‘বীর’ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও ‘জারা’র কিংস ইলাভেন পাঞ্জাব। আসুন এই দুই দলের সেরা হয়ে ওঠার পেছনের রহস্যটা খুঁজে দেখি-

কলকাতার সাফল্যের ১০ কারণ:

১. অলরাউন্ডার হিসেবে ব্যাটে বলে সাকিব আল হাসানের সাফল্য। বিশেষত বোলিংয়ে কিপ্টে বোলিং করে প্রতিপক্ষের রানরেটকে বাড়তে না দেয়া।

২. শুরুতে না হলেও রবিন উথাপ্পাকে দিয়ে ওপেনিং করার সিদ্ধান্ত, যা দলের ভারসম্য রেখায় বিশাল পরিবর্তন নিয়ে আসে ও পরের ব্যাটসম্যানদের উপর চাপ কমিয়ে দেয়।

৩. প্রথম চার ম্যাচের ব্যর্থতা কাটিয়ে (০,০,০, ১) গৌতম গাম্ভীরের রানে ফেরা ও সামনে থেকে নেতৃত্ব দেয়া।

৪. বিশ ওভারের ফরম্যাটের বিশ্বসেরা বোলার সুনীল নারাইনের চারটি ওভার।

৫. বোলিং কোচ হিসেবে ওয়াসিম আকরামের অভিজ্ঞতা, যা উমেশ যাদবকে অনেক পরিণত করেছে।

৬. কর্ণাটকের ব্যাটসম্যান মনিষ পাণ্ডের সঙ্গে রবিন উথাপ্পার বোঝাপড়া ও তাকে তিনে খেলানো।

৭. ফিনিশার হিসেবে সূর্যকুমার যাদবের উঠে আসা।

৮. লেগ স্পিনার পিযূশ চাওয়ালাকে দলের প্রয়োজন অনুযায়ী ব্যবহার ও টিম সিলেকশন।

৯. টানা রান না পেলেও ইউসুফ পাঠানের ওপর আস্থা রেখে যাওয়া। যা খেলোয়াড়দের অনেক নির্ভার ভাবে খেলতে সাহায্য করেছে।

১০. সংযুক্ত আরম আমিরাতে ক্রিস লিনের অবিশ্বাস্য ক্যাচ। যা দলের মনোভাববে বদলে দিয়েছে।

পাঞ্জাবের সাফল্যের ১০ কারণ:

১. নিলামের তিন মাস আগে কোচ হিসেবে অজ্ঞাতকুলশীল সঞ্জয় বাঙ্গারকে দায়িত্ব দেয়া। ম্যান ম্যানেজম্যান্টে যার বিশেষ প্রসিদ্ধি আছে।

২. দল গড়ায় টিম ম্যানেজম্যান্টকে পূর্ণ স্বাধীনতা দেয়া, যারা ভারসম্যের ওপর গুরুত্ব দিয়েছিল।

৩. মেগা তারকাদের দিকে না ছুটে দল গড়ায় বিদেশী বাছাইয়ের সময় ভারসম্যের ওপর জোর।

৪. দেশী খেলোয়াড়দের মধ্যে শুধু ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে বিরেন্দ্র শেবাগকে নেয়া। যিনি একাই দলকে ফাইনালে তুলে দিলেন।

৫. চেন্নাইয়ে ম্যাচের পর ম্যাচ বসে থাকা রিদ্ধিমান সাহাকে ব্যাটিংয়ে উঠিয়ে নেয়া।

৬. পাঞ্জাবের ছেলে মান্নান ভোরা ও সন্দ্বীপ শর্মাকে একাদশে নিয়মিত সুযোগ করে দেয়া।

৭. শেবাগের বদলে অস্ট্রেলিয়ান জর্জ বেইলিকে অধিনায়কত্ব দেয়া, যাতে দলের মধ্যে অস্ট্রেলিয়ান মানসিকতা আমদানি হয়েছে।

৮. গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলানের মতো ম্যাচ উইনারের সাফল্য।

৯. ডাগ আউটে চাপের মুখেও গোমড়ামুখো পরিবেশের বদলে সহজ ও শান্ত পরিবেশ।

১০. প্রত্যেকটি ম্যাচে দলের মালিক প্রীতি জিনতার উপস্থিতি ও টিমের সঙ্গে একাত্মতা।

(ওএস/পি/জুন ০১,২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test