E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানুষ আমাদের হিসাবেই ধরেনি : গম্ভীর

২০১৪ জুন ০২ ১১:৫৭:৪৭
মানুষ আমাদের হিসাবেই ধরেনি : গম্ভীর

স্পোর্টস ডেস্ক : এরকম টানটান ফাইনাল ম্যাচ আইপিএল কবে দেখেছে, কেউ মনেই করতে পারবেন না ৷ ক্রিকেটভক্তরা বলছেন, এটাই আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সেরা ফাইনাল ৷ প্রথম থেকে শেষ পর্যন্ত টেনশনের চাদর মোড়া ছিল ৷ কে জিতবে, কে হারবে আগে বোঝাই যায়নি ৷ পরতে পরতে লুকনো ছিল উত্তেজনা ৷ যখন উইকেট দরকার হয়েছে, তখন তুলে নিয়েছে পাঞ্জাব ৷ যখন রানের দরকার, তখনই তা করেছে কলকাতা ৷ পাঞ্জাব অধিনায়ক জর্জ বেইলি বলেন, ‘এই ম্যাচ ফাইনাল হওয়ারই যোগ্য ৷’ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে অভিনন্দন জানান বেইলি ৷ মণীষ পাণ্ডেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন পঞ্জাব অধিনায়ক ৷ তিনি বলেন,‘ আমরা দারুণ একটা টুর্নামেন্ট খেলেছি ৷ আমার ছেলেরা মাথা উঁচু করে রাখতে পারে সেজন্য ৷’

তিনি ফিরে যাওয়ার পর গম্ভীর হয়ে গিয়েছিলেন ৷ ডাগ আউটে বসা ঘর্মাক্ত নাইট অধিনায়ক টেনশনে সময় কাটাচ্ছিলেন ৷ ম্যাচ জেতার পর গৌতম আর গম্ভীর নন ৷ তার মুখেচোখে খেলা করছিল হাসি ৷

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হিসেবে ১৫ কোটি রুপির উইনার্স চেক হাতে নিয়ে গম্ভীর বললেন, ‘প্রথম সাতটা ম্যাচের পর আমরা কোথায় ছিলাম! ’ কলকাতাকে খরচার খাতাতেই ফেলে দিয়েছিলেন সবাই৷ নাইট মালিক শাহরুখ খান দলের খেলা দেখতে মাঠে আসতেন না ৷ রোববার অন্য দৃশ্য ৷ তৃপ্তির হাসি শাহরুখের ৷ তৃপ্ত গম্ভীরও৷ তার নেতত্বে দু-দু’ বার আইপিএল জিতল কলকাতা ৷ গম্ভীর বলেন, ‘বেশিরভাগ মানুষ আমাদেরকে হিসাবের মধ্যেই রাখেনি ৷’ তারপর অলৌকিক ভাবে বদলে যায় দলটা ৷ টুর্নামেন্ট জেতার জন্য পুরোদস্তুর কৃতিত্ব দিচ্ছেন দলকে ৷ গম্ভীর বলেন, ‘এ লট অফ ক্রেডিট গোজ টু দ্য টিম ৷’

কীভাবে জয় সম্ভব হলো ? রান তাড়া করতে নামার আগে কী পরিকল্পনা নিয়েছিল কলকাতা ? গম্ভীর বলেন, ‘মণীষ দুর্দান্ত একটা ইনিংস খেলে ৷ ইউসুফও ভালোই ব্যাট করছিল ৷ চাওলা গুরুত্বপূর্ণ ছক্কা হাঁকায় ৷’ একসময় তিনি নাইট শিবিরের হয়ে খেলেছিলেন ৷ চেন্নাই ঘুরে তিনি এখন পাঞ্জাবের ৷ এবারই প্রথমবার মহেন্দ্র সিং ধোনির ছায়া থেকে বেরিয়ে এলেন ৷ ফাইনালে শতরান করলেন ৷ ফাইনালে সুনীল নারিন, মর্নি মর্কেল, উমেশ যাদব পাত্তাই পাননি তার কাছে ৷ নাইট অধিনায়কের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিলেন বাংলার ঋদ্ধিমান ৷ গম্ভীর বলেন, ‘ঋদ্ধিমান অবিশ্বাস্য ইনিংস খেলেছে ৷ মণীষ ছিল ভয়ডরহীন ৷’- ওয়েবসাইট।

(ওএস/এইচআর/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test