E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপ থেকে ছিটকে পড়া দশ নক্ষত্র

২০১৪ জুন ০৩ ১৯:৪২:২২
বিশ্বকাপ থেকে ছিটকে পড়া দশ নক্ষত্র

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শুরু ব্রাজিল বিশ্বকাপ আর মাত্র নয় দিন পরই। কিন্তু এই বিশ্বকাপ গ্যালারিতে বসেই দেখবেন ফুটবল তারকারা! হ্যা, এমনটাই ঘটবে দল থেকে সম্প্রতি ঝড়ে পড়া তারকাদের ক্ষেত্রে। সেই তালিকায় আছে নাসরি, রোসি, তেভেজ ও কাকাসহ আরও অনেক নাম। এবার ফুটবলের শ্রেষ্ঠ আসর থেকে ঝড়ে পড়া দশ তারকাকে নিয়েই আজকের আয়োজন।

অ্যাশলে কোলকে ইংল্যান্ডের জার্সি গায়ে দেখা যাবে না এবার। চেলসির হয়ে তার কম উপস্থিতিই তার দলে অনুপস্থিতির কারণ। ইংলিশ কোচ রয় হজসন অবশ্য বলছেন তাকে বাদ দেয়ার সিদ্ধান্তটা ছিল যথেষ্ট কঠিন।

ম্যানসিটি তারকা সামির নাসরির বাদ পড়াটা ছিল খুবই দৃষ্টিকটু। ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের হারের পর থেকেই দলে নেই সামির। সে সময় সংবাদ মাধ্যমে লেস ব্লুজদের বাজে নৈপুণ্য লম্বা বক্তব্য দিয়ে সমালোচিত হয়ে ছিলেন তিনি। এরপর থেকেই কোচ দিদিয়ের ডেসচ্যাম্প দূরে রেখেছেন তাকে।

যুক্তরাষ্ট্রের কোচ ক্লিনসম্যান দেশে ফেলে যাচ্ছেন দলের হয়ে সবচেয়ে বেশী গোলদাতাকেই। যুক্তরাষ্ট্রের সেরা গোলদাতা ল্যান্ডন ডনোভান দল ঘোষণার এক সাপ্তাহ আগেই গোল করেছেন তারক্লাব গ্যালাক্সির হয়ে। তবে তাতেও টলাতে পারেননি কোচের মন।

জার্মান তারকা ফুটবলার মারিও গোমেজের কপাল পুড়েছে হাঁটুর ইনজুরিতে। তবে বর্তমানে ইনজুরিতে নেই এই বায়ার্ন মিউনিখ তারকা ফুটবলারের! মূলত ইনজুরির কারণে বায়ার্নের হয়ে ‘সিরি এ’ লিগে মাত্র নয়টি ম্যাচ খেলেছেন তিনি। আর সে কারণেই তাকে বাদ দেয়া হয়েছে বিশ্বকাপের দল থেকে।

স্পেনের বিশ্বকাপ দল থেকে ইসকোর বাদ পড়াটাও একই কারণে। রিয়েল মাদ্রিদে পাড়ি জমানোর পর থেকে দলের সাইড বেঞ্চেই কাটিয়েছেন বেশী সময়। তাই দেল বস্কের সেরা ২৩ জনের দলে জায়গা হয় নি তারও।

২০০৭ সালে ব্যালনডি’ আর জেতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকার বাদ পড়াটা প্রত্যাশিতই ছিল। ব্রাজিলের কোচ স্কলারি বরং ফেডারেমন কাপে দারুণ খেলা অস্কার, বার্নাড, উইলিয়ান ও হার্নানেসের উপর আস্থা রাখছেন।

নাইজেরিয়ান বস স্টিফেন কেসি চমক সৃষ্টি করেছেন তারকা মিডফিল্ডার সানডে এমবিএকে বাদ দিয়ে। ইউরোপা লিগ ও প্রিমিয়েরা লিগায় দারুণ খেলেও দলে যায়গা দলে হয়নি পর্তুগিজ উইঙ্গার রিকার্ডো কোয়ারিসমার।

ইতালিতে জায়গা হয়নি গিয়েসপি রসির। ইনজুরি কাটিয়ে ফিটনেস ফিরে পেলেও দলে জায়গা হয়নি তার। তিন মাস ইনজুরিতে থেকে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ খেলেছেন তিনি। তবু তার জায়গা হয়নি সিজার প্রানদেল্লির দলে।

আর যার বাদ পড়া নিয়ে সব চেয়ে বেশী আলোচনা হচ্ছে তিনি হলেন কার্লোস তেভেজ। অবশ্য সামির নাসরির মত এখানেও কারণটা কোচের বিরাগভাজন ব্যাক্তিতে পরিণত হওয়াই বলা যায়। কারণ বিশ্বকাপ আসার অনেক আগে থেকেই দল থেকে নির্বাসনে ছিলেন জুভেন্টাসের হয়ে মাঠ কাঁপানো এই অ্যাপাচি আর্জেন্টাইন স্টার।

(ওএস/পি/জুন ০৩,২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test