E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চোটের কারণে ব্রাজিল বিশ্বকাপের বিমান মিস রাদামেলের

২০১৪ জুন ০৩ ২০:০৭:১৬
চোটের কারণে ব্রাজিল বিশ্বকাপের বিমান মিস রাদামেলের

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কলম্বিয়ান তারকা খেলোয়াড় রাদামেল ফ্যালকাওকে চোটের কারণে শেষ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হলো। শেষ মুহুর্ত পর্যন্ত দলের সেরা অস্ত্র ফ্যালকাওয়ের জন্য অপেক্ষা করছিল কলম্বিয়ান কোচ হোসে পেকেরম্যান। কিন্তু চোট থেকে সেরে না উঠায় স্বপ্নের বিশ্বকাপে আর খেলা হলোনা দূর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকারের।

তিনি চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কম লড়াই করেননি। হয়তো আর কয়েকটা দিন সময় পেলে সুস্থ হয়ে বিশ্বকাপে খেলতেও পাড়তেন। কিন্তু শেষ পর্যন্ত আর চড়া হলোনা ব্রাজিলগামী বিমানে।

সোমবার কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান ফ্যালকাওকে পাশে নিয়েই ঘোষণা করলেন ব্রাজিল বিশ্বকাপের ২৩ সদস্যের দল। পাশে বসে ভারাক্রান্ত মনে দলকে সাধুবাদ জানালেন দলের এ অন্যতম ভরসা।

বিশ্বকাপে কলম্বিয়ার চূড়ান্ত দল :

গোলরক্ষক : ডেভিড অসপিনা, ফারাদ মনড্রাগন, ক্যামিলো ভারগাস।

ডিফেন্ডার : হুয়ান কামিলো জুনিগা, পাবলো আরমেরো, সান্তিয়াগো আরিয়াস, এডার আলভারেজ বালান্ডা, মারিও আলবার্তো ইয়েপেস, কার্লোস ভালদেজ, ক্রিশ্চিয়ান জাপাতা।

মিডফিল্ডার : কার্লোস সানচেজ, আবেল আগুইলার, আলেক্সান্ডার মেজিয়া, ফ্রেডি গুয়ারিন, হুয়ান গুইলার্মো কুয়াড্রাডো, জেমস রদ্রিগেজ, হুয়ান ফার্নান্দো কুইনটেরো, আলডো লেয়াও রামিরেজ ও ভিক্টর ইবারবো।

স্ট্রাইকার : জ্যাকসন মার্টিনেজ, আদ্রিয়ান রামোস, তিওফিলো গুতিরেজ, কার্লোস বাক্কা।

(ওএস/পি/জুন ০৩,২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test