E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জার্মানির দৃষ্টি শুধু শিরোপার দিকে

২০১৪ জুন ০৫ ১৯:০৬:৩৬
জার্মানির দৃষ্টি শুধু শিরোপার দিকে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : জার্মানি ইউরোপের দৈত্যখ্যাত টানা ৩ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। তারা ৩ বারের চ্যাম্পিয়ন। শক্তিমত্তার বিচারে আর সব দলের চেয়ে অনেকটাই এগিয়ে থাকে এই দলটি। ফলে প্রত্যেক আসরেই জার্মানি অন্যতম ফেবারিট হিসেবে বিশ্বকাপ শুরু করে। এবারও এর ব্যতিক্রম হবে না। স্পেন ও ব্রাজিলের পর জার্মানি ফেবারিট।

বিশ্বকাপ মিশন শেষ করেছিল আগের ২ আসরে জার্মানি তৃতীয়স্থান দখল করে। আর ২০০২ বিশ্বকাপের ফাইনালে উঠেও তারা হেরে যায় ব্রাজিলের কাছে।

দলটি ১৯৯০ সালে বিশ্বকাপ জয় করেছিল। এরপর শিরোপা ছুঁয়ে দেখার ভাগ্য হয়নি ডাই এডলারদের (দি ঈগলস)।

জার্মানি বিশ্বকাপে কেন ফেবারিট সেটা একটি তথ্যে প্রমাণ হয়ে যায়। সেটা হচ্ছে ১৯৮২ সাল থেকে প্রতিটি আসরে তারা কোয়ার্টার ফাইনালে ছিল। ৪ বার রানার্সআপ হয়েছে দলটি।

এই জার্মানির দলটিতে ইনজুরি আক্রমণ করেছে। তারপরও জার্মানিকে পিছিয়ে রাখার সাহস কোনো দল করবে না।

একটিই মাত্র স্ট্রাইকার! তিনি মিরোশ্লাভ ক্লোসা। জার্মানির আক্রমণভাগকে এবার নেতৃত্ব দেবেন। আর ক্লোসাকে সঙ্গে নিয়ে চতুর্থ বিশ্বকাপ জিততে চাইবে তারা।

এক নজরে জার্মানি

চ্যাম্পিয়ন- ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০।

রানার্সআপ- ১৯৬৬, ১৯৮২, ১৯৮৬ ও ২০০২।

তৃতীয়- ১৯৩৪, ১৯৭০, ২০০৬, ২০১০

চতুর্থ- ১৯৫৮।

বিশ্বকাপে অংশগ্রহণ- ১৭

ফাইনাল- ৭ বার

ফিফা র‌্যাঙ্কিং- ২

সর্বশেষ চ্যাম্পিয়ন- ১৯৯৬ (ইউরো চ্যাম্পিয়নশিপ)

সাবেক তারকা – ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, লোথার ম্যাথিউস।

এই জার্মানি

বিশ্বকাপ বাছাই পর্বে জার্মানি অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। সি গ্রুপের শীর্ষে ছিল তারা। তবে বিশ্বকাপের মূল পর্বে জার্মানির গ্রুপ জি। অবশ্য প্রতিপক্ষ দল ৩টি শক্তিশালী। পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে হবে তাদের। জার্মানি বিশ্বকাপে প্রত্যেক খেলায় নিজেদের উন্নতি করে। ফলে বোঝা যায় জার্মানি অপ্রতিরোধ্যই। কারণ প্রস্তুতি ম্যাচগুলোতেও তারা ভাল করছে।

গ্রুপ : জি

জার্মানি, পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্র।

বর্তমান কোচ : জোয়াকিম লো

ফরমেশন ও কৌশল : ৪-২-৩-১

ব্রাজিল বিশ্বকাপে জার্মানি ১ জন স্ট্রাইকার নিয়ে খেলবে। আর গুরুদায়িত্ব পড়েছে মিরোশ্লাভ ক্লোসার ওপর। ক্লোসা প্রতিপক্ষের রক্ষণভাগকে বিপাকে ফেলবেন।

জোয়াকিম লো‘র চাওয়া : ২০১০ বিশ্বকাপে জার্মানি ব্যর্থ হয়েছে। জোয়াকিম লো চাইবেন না আবারও ব্যর্থ হতে। লো‘র অধীনে জার্মানি মোট ১০৫টি ম্যাচ খেলেছে। জয় পেয়েছে তারা ৭০টিতে।

চলতি বিশ্বকাপে জার্মানির চমক : গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার চমক রেখেছেন। তবে মেসুত ওজিলের পাশাপাশি আলো ছড়াতে প্রস্তুত মার্কো ‍রিউস, থমাস মুলার ও মারিও গোটশে।

যারা যে ভূমিকায় – ক্লোসা একমাত্র স্ট্রাইকার। আর ক্লোসাকে আক্রমণে সহায়তা করবেন মুলার, ওজিল ও রিউস। মাঝমাঠে সামি খেদিরার সঙ্গে রয়েছেন বাস্তিয়েন শোয়েনস্টেইগার। রক্ষণভাগে রয়েছেন লাম, মারটেসাকার, হিউমেলস ও ডার্ম।

দূর্বলতা : সম্প্রতি জার্মানির রক্ষণভাগ নিয়ে একটু সংশয় রয়েছে।

(ওএস/পি/জুন ০৫,২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test