E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেলের শহরে ভিড় বাড়ছে

২০১৪ জুন ০৬ ১১:৪৫:৩৯
পেলের শহরে ভিড় বাড়ছে

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে আসতে শুরু করেছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো৷ সঙ্গে বিদেশি অতিথিরাও৷ হিসেব অনুযায়ী বিশ্বকাপের সময় সারা ব্রাজিলজুড়ে থাকবে ৬ লক্ষ বিদেশি অতিথি৷ খেলা দেখার পাশাপাশি যাঁদের বেশিরভাগই ঘুরে দেখতে আগ্রহী ব্রাজিলের পর্যটন কেন্দ্রগুলো৷ আর এর মধ্যে এখনই অনেকেরই গন্তব্য হয়ে দাঁড়িয়েছে ফুটবল সম্রাট পেলের বাড়ি৷

বিশ্বকাপের সময় পেলের জন্মস্থান যে দ্রষ্টব্য হবে, এটা ব্রাজিল সরকার আগেই বুঝেছিলেন৷ আর সে জন্যই দক্ষিণ ব্রাজিলের মিনাস গেরেইস রাজ্যে ত্রেস কারাকোয়েসে পেলের জন্মভিটেকে তাঁরা পর্যটন কেন্দ্র বানিয়ে ফেলেছিলেন দু'বছর আগেই৷ সে দিন ২৫ বছর পর নিজের গ্রাম্য খামারবাড়িটায় পা দিয়ে কার্যত অপ্লুত হয়ে গিয়েছিলেন ব্রাজিলের হয়ে তিন বার বিশ্বকাপ জেতা কিংবদন্তি৷ কারণ বাড়িটাকে অটুট রেখে তাঁর ছেলেবেলার দোলনা থেকে শুরু করে পড়ার জায়গা, রান্নাঘর সবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে৷ ২৫ বছর আগে যে কাঠের গেট খুলে তিনি চলে গিয়েছিলেন, সেই কাঠের গেট ঠেলেই ফের জন্মভিটেয় ঢুকে নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন পেলে৷ বলেছিলেন, 'মনে হচ্ছে কালই এই বাড়িটায় আমি থেকেছি৷'

আসলে ব্রাজিলের পর্যটন মন্ত্রক স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে পেলের এই বাড়িটাকে ঐতিহ্যপূর্ণ স্থান হিসেবে ঘোষণা করেন৷ এবং তাঁর জন্য তাঁরা সাহায্য নিয়েছিলেন বিখ্যাত স্থপতি কেলার ভেইগার৷ যিনি বাড়িটাকে সাজানোর জন্য পেলের ছেলেবেলার ইতিহাসকে কাজে লাগান৷ তাঁর বাবা দোন্দিনহো ও মা সেলেস্তে যে ভাবে পেলেকে এই বাড়িতে মানুষ করেছিলেন,সেই ঘটনাক্রমকে বাড়ির সাজানোর মধ্যে ধরে রাখার চেষ্টা করে গিয়েছেন কেলার৷

২০১২ সালের ২৩ সেপ্টেম্বর এই বাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করার জন্য হাজির ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা ভানা রৌসেফ৷ পেলেই তাঁর এই বাড়ির চাবি খুলে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন৷ তবে গত দু'বছরে এই জায়গা নিয়ে তেমন প্রচার না করলেও বিশ্বকাপের ঠিক আগে কিন্ত্ত পেলের জন্মভিটের ছবি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাঁরা৷ হাতেনাতে ফলও মিলছে৷ বিদেশি অতিথিরা বটেই ব্রাজিলের ফুটবলপ্রেমীরাও তাঁদের দেশের হয়ে সর্বোচ্চ গোল করা (৯২ ম্যাচে ৭৭গোল) প্রবাদপ্রতিম ফুটবলারের বাড়ি ঘুরে দেখার আগ্রহ দেখাচ্ছেন৷

পেলের জন্মভিটেয় সকলের আমন্ত্রণ থাকলেও সাও পাওলোয় পেলের বর্তমান ঠিকানায় কিন্ত্ত কারও জন্য দরজা খোলা থাকছে না৷ ব্রাজিলে থাকলে এই বাড়িতেই বেশিরভাগ সময় কাটে ফুটবল সম্রাটের৷ বিশ্বকাপের সময় তিনি এখানেই থাকবেন বলে আশা করা যায়৷ সাও পাওলোর সমুদ্র তীরে নারকেল গাছে ঘেরা সাদা রংয়ের দু'তলা বাংলো বাড়ি পেলের৷ চারদিকে উঁচু প্রাচীর৷ গেটে নিশ্ছিদ্র নিরাপত্তা৷ যাতে অবাঞ্ছিত কেউ ব্রাজিলের এই কিংবদন্তিকে কেউ বিরক্ত করতে না পারেন৷

ফুটবলার পেলে আর ফুটবল সম্রাট পেলের মধ্যে কতটা পার্থক্য তা যেন তাঁর ত্রেস কারাকোয়েসের খামারবাড়ি আর সাও পাওলোর বাংলো বাড়ির দুটো ছবিতেই স্পষ্ট৷

(ওএস/এইচ/জুন ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test