E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইনজুরিতে জর্জরিত ব্রাজিল বিশ্বকাপ

২০১৪ জুন ০৭ ১৮:৫৫:১৭
ইনজুরিতে জর্জরিত ব্রাজিল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আয়োজক ব্রাজিল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। বিউটিফুল গেম ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ উত্তেজনা এরই মধ্যে দখল নিয়েছে পুরো বিশ্বের। সর্বত্রই চলছে বিশ্বকাপ আলোচনা। পাড়ার রাস্তা থেকে নিয়ে বাস-ট্রেন, চায়ের টেবিল, এমনকি বেডরুমের বিতর্কের বিষয়ও এখন বিশ্বকাপ!

টুর্নামেন্ট সামনে রেখে বিশ্বের ৩২টি শীর্ষস্থানীয় জাতীয় দলও নিজেদের গুছিয়ে নিতে ঝরাচ্ছে ঘাম। চতুর্দিকের এই ঘন-ঘটার উল্টোপিঠে টেনশনও বাড়ছে ভক্তদের। এক ঝাঁক তারকা ফুটবলারের ইনজুরি আপডেট বিশ্বকাপের আকাশে হাজির করল কালো মেঘ। ইনজুরি যন্ত্রণা তাদের বিশ্বকাপে অংশ নেয়া ফেলে দিয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে। বর্তমান ফিফা ব্যালন ডি’অর জয়ী পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও এ তালিকায় আছেন। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা ইতোমধ্যেই পরিণত হয়েছে মিলিয়ন ডলার মূল্যের প্রশ্নে!

অপ্রত্যাশিত ইনজুরি যেসব তারকা ফুটবলারকে বিশ্বকাপে হুমকির মধ্যে ফেলেছে তাদের নিয়েই এ প্রতিবেদন :

ক্রিশ্চিয়ানো রোনালদো
পর্তুগালকে রোনালদো একাই অনেক দূর টেনে নিতে সক্ষম। বিশ্বকাপে খেলার ছাড়পত্র অর্জনের প্লে-অফ লড়াইয়ে তিনি ওই সামর্থ্যরেই প্রমাণ দেন। ফলে তাকে ঘিরেই ব্রাজিলে ভালো করার স্বপ্ন দেখছে ইউরোপের সেলেকাও খ্যাত পর্তুগাল। কিন্তু পুরোপুরি ফিট রোনালদোকে তারা আসন্ন বিশ্বকাপে পাবে- এমন নিশ্চয়তা এখন কেউ দিতে পারছেন না! উল্টো, খোদ পর্তুগাল ফুটবল ফেডারেশনও স্বীকার করে নিয়েছে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারের বাঁ-পায়ের হাঁটুর ইনজুরি মোটেও ফেলনা নয়। এর ওপর রোনালদোর বাঁ-পায়ের ঊরুর মাংসপেশিতেও রয়েছে সমস্যা। দ্বিমুখী ইনজুরি সমস্যায় পর্তুগালের বিশ্বকাপ প্রস্তুতিমূলক তিন প্রীতিম্যাচের কোনেটিতেই খেলা হচ্ছে না রোনালদোর। এবং মূল আসরেও তার খেলা নিয়ে সংশয় বেড়ে গেছে। ১৬ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইউরো জায়ান্ট জামার্নির মুখোমুখি হবে পর্তুগাল।

দিয়েগো কস্টা
অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার কস্টা পারফরম্যান্স ও মাঠের বাইরের ঘটনায় বছরজুড়েই ছিলেন শিরোনামে। নাগরিকত্ব পাল্টে তার স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত এখনো অনেকের কাছে ধাঁধা হয়েই রয়েছে। খোদ ব্রাজিলের কোচ লুইস সোলারিও আক্ষেপ করেন তাকে না পাওয়ায়! এই মুহূর্তে কস্টার বিশ্বকাপে খেলার পথে বড় বাধা হিসেবে উদয় হয়েছে ইনজুরি। তিনি মাংশপেশির ইনজুরিতে ভুগছেন। বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিনটেস ফিরে না-ও পেতে পারেন। এমনকি ইনজুরির প্রত্যাশা মতো উন্নতি না হলে পুরো টুর্নামেন্টে দর্শক বনে যেতে পারেন কস্টা। বাস্তবে যদি এটা ঘটে তাহলে হয়তো আনন্দের সীমা থাকবে না ব্রাজিল ভক্তদের!

লুইস সুয়ারেজ
লিভারপুলের হয়ে পুরো মওসুম মাতানো সুয়ারেজের ইনজুরির বিষয়টি হঠাৎ করেই সামনে এলো। এবং তিনি বসেও গেলেন শল্যবিদের ছুরির নিচে। এখন পুরোপুরি সুস্থ হওয়ার রেসে আছেন সুয়ারেজ। উরুগুয়ের চূড়ান্ত দলেও তাকে রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কেউই নিশ্চিত করতে পারেনি, সুয়ারেজ বিশ্বকাপে খেলবেন! দুইবারের চ্যাম্পিয়নদের গ্রুপের অন্য দলগুলোর তীè নজর রয়েছে তার ইনজুরির ওপর। ১৯ জুন ইংল্যান্ডের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে উরুগুয়ের হয়ে তিনি খেলবেন বলেই ধরে নিয়েছে কাব ফুটবলে তার সতীর্থ অনেক ইংলিশ ফুটবলার!


রবিন ভ্যান পার্সি
পার্সিকে নিয়ে নতুন শঙ্কা সৃষ্টি হয় ওয়েলশের বিপক্ষে নেদারল্যান্ডসের প্রীতিম্যাচে। ম্যাচের প্রথমার্ধ শেষে তাকে উঠিয়ে নেয়া হয়। পার্সি নিজে অবশ্য দাবি করেছেন, মাঠ ছেড়ে তার উঠে যাওয়া অন্যদের সুযোগ দেয়ার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না সদ্য সমাপ্ত কাব মওসুমের শেষ ছয় সপ্তাহ ইনজুরির কারণেই মাঠের বাইরে ছিলেন তিনি। ইতোমধ্যেই খবর বেরিয়েছে পুরনো হাঁটুর ইনজুরি নতুন করে বেকায়দায় ফেলেছে পার্সিকে।


মার্কো রিওস
বেশ কয়েকদিন ধরেই ব্রাজিল বিশ্বকাপে তার খেলা নিয়ে শংসয় ছিল। আর্মেনিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে আবারও চোট পেয়ে তা যেন প্রায় নিশ্চিতই করে দিলেন জার্মানির তারকা ফুটবলার মার্কো রিওস। তবে এদিন মার্কো রিওস চোট পেলেও দল পেয়েছে ৬-১ গোলের বড় জয়। এদিকে জার্মান ভক্তদের জন্য সুঃখবর হলো চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক ফিলিপ লাম ও সেরা তারকা বাস্তিয়ান শোয়েনস্টেইগার।

(ওএস/পি/জুন ০৭,২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test