E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করছে হাতি-কচ্ছপ-পান্ডা

২০১৪ জুন ০৭ ১৯:১৪:৫১
এবার বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করছে হাতি-কচ্ছপ-পান্ডা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মানুষ প্রতিবারের মতো বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী পেতে এবারও জীবজন্তুকে বেছে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে একের পর এক সঠিক ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছিল জার্মান অক্টোপাস পল। এ বার সে জায়গায় যোগ হয়েছে হাতি, কচ্ছপ আর পান্ডা। ইতোমধ্যে ভবিষ্যদ্বাণী দাতাদের দলে যোগ হয়েছে সালভাডোরের কচ্ছপ 'তামার', চীনের খুদে পান্ডার দল ও জার্মানের হাতি 'নেলি'।

ব্রাজিলের বাহিয়া রাজ্যে বসবাস ‘তামার’ নামক কচ্ছপের। যার প্রথম ভবিষ্যদ্বাণী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে। যা মিলে গেলে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ ড্র হবে। তামার যে জলের ট্যাঙ্কে থাকে, সেখানে ব্রাজুকা (বিশ্বকাপের বল) রেখে ক্রোয়েশিয়া আর ব্রাজিলের পতাকা রাখা হয়েছিল। তামার ব্রাজিলের পতাকার দিকে বেশ কিছুটা এগিয়েও শেষ পর্যন্ত পতাকাটা ছোঁয়নি।

ব্রাজিলের নজর যখন তামারের জলের ট্যাঙ্কে, চীন তখন মেতেছে এক দল পান্ডা-শিশু নিয়ে। সিচুয়ান এলাকার এক পার্কের বাসিন্দা এই খুদে পান্ডাদের বয়স এক থেকে দু’বছরের মধ্যে। তাদের উপর দায়িত্ব থাকবে বিশ্বকাপের গ্রুপ ম্যাচের ভবিষ্যদ্বাণী করার। ম্যাচের আগে পান্ডা-শিশুদের সামনে তিন ঝুড়ি করে খাবার রাখা থাকবে। দুটো ঝুড়ি দুই সংশ্লিষ্ট দেশের, তিন নম্বরটা ড্র। পান্ডা শিশুরা যে ঝুড়ি থেকে খাবার তুলবে, সেই হিসেবে ম্যাচের ফল ঘোষণা করা হবে।

তবে এই বিভাগে সবচেয়ে 'এক্সপার্ট’ হিসেবে থাকছে জার্মানির সেরেঙ্গেটি পার্কের দীর্ঘ দিনের বাসিন্দা নেলি। এই হস্তিনী প্রায় এক দশক ধরে ফুটবল ম্যাচের ফল সঠিকভাবে বলে আসছে।

পার্কের ম্যানেজার ফাব্রিজিও সেপের দাবি, ২০০৬ থেকে বিভিন্ন বড় টুর্নামেন্ট মিলিয়ে ৩৩টা ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে নেলি। যার মধ্যে মিলে গিয়েছে তিরিশটা ম্যাচের ফল। সেপের কথায়, ২০০৬ মেয়েদের বিশ্বকাপ, ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরোর সব টুর্নামেন্টেই ভবিষ্যদ্বাণী করেছে নেলি। ওর সাফল্যের হার যা, তাতে নেলিকেই এক নম্বর পশু ভবিষ্যৎদ্রষ্টা বলতে হবে।

এরইমধ্যে ব্রাজিল বিশ্বকাপে তার নিজের দেশ জার্মানির তিনটি গ্রুপ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে নেলি।

নেলির মতে, পর্তুগালের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করবে জোয়াকিম লোর টিম। বাকি দুটো ম্যাচ তারা জিতবে। নেলির ভবিষ্যদ্বাণীর সঙ্গে একেবারে একমত জার্মানির প্রাক্তন জাতীয় গোলকিপার সেপ মাইয়ের। তিনি বলেছেন, ‘আমারও এটাই মনে হয়। পর্তুগালের সঙ্গে ০-০ ড্র হবে। গ্রুপের বাকি দুটো ম্যাচ আমরা জিতব।’

ব্রিটিশ গণিতজ্ঞ রেচেল রাইলি আবার নানা রকম গবেষণা করে বের করেছেন, এ বার বিশ্বকাপ জিতবে চিলি। টিভি শো ‘কাউন্টডাউন’-এর অন্যতম সঞ্চালক রেচেল।

(ওএস/পি/জুন ০৭,২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test