E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোলিং কোচের অনুশীলনে মাশরাফির সন্তুষ্ট প্রকাশ

২০১৪ জুন ০৭ ১৯:৫৩:২৬
বোলিং কোচের অনুশীলনে মাশরাফির সন্তুষ্ট প্রকাশ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বোলিং কোচ হিথ স্ট্রিক মাশরাফি, আল-আমিন, তাসকিনকে বোলিংয়ের বিভিন্ন ধাপগুলো আরো পাকা-পোক্তভাবে শিক্ষাচ্ছেন। আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে ব্যাট-বল অনুশীলন চালাচ্ছেন তারা। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ মাশরাফি বিন মুর্তজা। তিনি কোচের অনুশীলনে সন্তুষ্ট।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপ-কালে তিনি বলেন,‘পেস বোলাররা অনেকে আসছে। আমার মনে হয় সামনে যে বিশ্বকাপ আছে সেখানে বাউন্সি উইকেট থাকবে। এখন থেকে পেসারদের একটু বেকআপ করা দরকার। অস্ট্রেলিয়ায় ভাল খেলতে হলে অবশ্যই পেসারদের ভাল পারফর্ম করতে হবে। সেখানে পেসারদের রোলটা গুরুত্বপূর্ণ থাকবে।’

তার চিরশত্রু ইনজুরি। চোটের কথা ভুল যেতে চান তিনি। মাশরাফি বললেন, ‘পুরো ক্যারিয়ার জুড়েই এ সমস্যা ছিল। এটা নিয়ে নতুন করে ভাবছি না। সামনে যে ম্যাচগুলো আছে, দলে যেহেতু সুযোগ পেয়েছি চেষ্টা করব ভাল করে খেলার। এগুলো ভেবে লাভ নেই।’

হিথের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন,‘আমার ক্যারিয়ারের প্রথম ম্যাচ ছিল জিম্বাবুয়ের সঙ্গে। তখন সম্ভবত অ্যান্ডি ফ্লাওয়ার অধিনায়ক ছিলেন এবং হিথ স্ট্রিক সহ-অধিনায়ক । এখনতো কোচ হিসেবে এসেছেন। দুই-তিন দিন কাজ করেছি তার সাথে। খুব ইতিবাচক মনে হচ্ছে। খুব ভাল কাজ হচ্ছে। আশা করি ওর সাথে অভিজ্ঞতাটা অনেক ভাল যাবে। ওর থেকে যতটা বেশি নেওয়া যায় সেটাই ভাল।’

কোচের সঙ্গে ভালো করতে হলে আলাপ-আলোচনা দরকার। আর দুর্বল পয়েন্টগুলো নিয়ে কাজ করবেন আস্তে আস্তে। তিনি আরো যোগ করেন, ‘প্রত্যেকটা কোচেরই আলাদা আলাদা কিছু স্টাইল থাকে। মুখ্য বিষয়টা হল খেলোয়াড়দের ইন হওয়ার একটা ব্যাপার থাকে। আমার মনে হয় কোচের সাথে আলাচোনাটা খুব গুরুত্বপূর্ণ। একটা খেলেয়াড় সব সময় পরিবর্তন করতে পারে না। সামনের ম্যাচগুলো দেখেই হয়তো তিনি একটা পরিকল্পনা করবেন। আমরা যখন ম্যাচ খেলব তিনি আমাদের দুর্বল পয়েন্টগুলো দেখবেন, তারপর কাজ করবেন।’

ভারত যে দলই বাংলাদেশে পাঠাক না কেনো চ্যালেঞ্জ সবসময় থাকবে এমনটি মনে করছে তিনি। ম্যাশ বলেন,‘আমার কাছে এটাকে দ্বিতীয় সারির দল কখনই মনে হয় না। ওদের প্রথম শ্রেনীর ক্রিকেট অত্যন্ত কঠিন। আইপিএলের ফাইনালে মানে অনেক চাপের ম্যাচে ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটারারও ভাল খেলেছে। এমনকি মনিশ পান্ডেও ফাইনালে ভাল খেলেছে। শেষ ছয় মাস খুব খারাপ খেলেছি আমরা। একটা সুযোগ এসেছে আমাদের আগের অবস্থায় ফিরে যাওয়ার। আর অবশ্যই বলব, যে চ্যালেঞ্জ মেইন টিম আসলেও থাকত- এখনও তা আছে ।’

(ওএস/পি/জুন ০৭,২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test