E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশরাফুলের ভাগ্য নির্ধারন আজ

২০১৪ জুন ০৮ ১৩:৫৮:১০
আশরাফুলের ভাগ্য নির্ধারন আজ

স্পোর্টস ডেস্ক : ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুলদের ভাগ্য নির্ধারিত হবে আজ।

রবিবার বিকেল চারটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল ফিক্সিংয়ের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের মাধ্যমেই জানা যাবে ঠিক কী ঘটতে যাচ্ছে আশরাফুলদের ভাগ্যে। পূর্ণাঙ্গ রায়ের পর বিসিবি পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

ট্রাইব্যুনালের সদস্য শাকিল কাশেম শনিবার জানান, রোববার বিকেল ৪টায় বিপিএল ফিক্সিংয়ের রায় ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ রায় (সেকশন জাজমেন্ট) ইমেইলের মাধ্যমে অভিযুক্তদের পাঠিয়ে দেয়া হবে। এ রায়ের মধ্য দিয়ে অভিযোগের কারণগুলো (রিজনিং) সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, এ রায়ে কার কী শাস্তি হলো তা এখনি জানা যাবে না। এ জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে কে কী কারণে দোষী বা নির্দোষ তা রোববারের রায়েই প্রকাশ হবে। রায়ের পর আগামী ১৮ জুন সেকশন শুনানিতে অভিযুক্তরা আপিল করতে পারবেন। এরপর আবারো শুনানি হবে তখনই চূড়ান্ত হবে কার কী শাস্তি হবে। শাস্তি ঘোষণার পর আবারো আপিলের বিধান রয়েছে এ টাইব্যুনালে।

গত ২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল সংক্ষিপ্ত রায়ে অভিযুক্ত নয় জনের মধ্যে ছয়জন নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। তারা হলেন- মোহাম্মদ রফিক, মোশাররফ হোসেন রুবেল, মাহবুবুল আলম রবিন, ড্যারেন স্টিভেন্স, সেলিম চৌধুরী ও গৌরব রাওয়াত। সবার আগেই দোষ স্বীকার করেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এছাড়া দোষী সাব্যস্ত হয়েছেন- ঢাকা গ্ল্যাডিয়েটরস এর মালিক শিহাব চৌধুরী, কৌশল্য লুকুয়ারাচ্চি ও লু ভিনসেন্ট


(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test