E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছয় বছরের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে স্পেন

২০১৪ জুন ০৮ ১৮:৪৯:২০
ছয় বছরের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে স্পেন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ফুটবল বিশ্বকাপের ২০তম আসর আর তিনদিন বাদেই মাঠে গড়াচ্ছে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে ৫ জুন দলগুলোর সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এতে টানা ছয় বছরের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। গেলো বছরের সেপ্টেম্বরে এক মাসের জন্য আর্জেন্টিনার কাছে হারানো ২য় স্থানটা দু’বছর যাবত ধরে রেখেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট জার্মানি।

ব্রাজিল এক ধাপ এগিয়ে পর্তুগালের সাথে জায়গা বদল করে তৃতীয় স্থানে থেকে ঘরের মাঠের বিশ্বকাপ মিশন শুরু করবে। দুই ধাপ করে এগিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ’১০ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ে ষষ্ঠ থেকে সপ্তমে, কলম্বিয়া অষ্টম স্থানে আছে তিন ধাপ পিছিয়ে। নয় নম্বরে অপরিবর্তিত থাকছে ’১২ ইউরোর রানার-আপ ইটালি, গ্রীসকে (১২তম) বের করে সেরা দশের শেষ স্থানটা দখলে নিয়েছে ইংল্যান্ড। নতুন এই র‌্যাঙ্কিং অনুসারে শীর্ষ দশের তিনটি দল (উরুগুয়ে, ইটালি, ইংল্যান্ড) নিয়ে এবারের বিশ্বকাপের গ্রুপ অব ডেথ ‘ডি’।

পরের দশটি স্থানে উল্লেখযোগ্য বেলজিয়াম ১১তম, যুক্তরাষ্ট্র ১৩তম, ন্যাদারল্যান্ড ১৫তম, ফ্রান্স ১৭তম ও ম্যাক্সিকো ২০তম। তিন ধাপ এগিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে সবার উপরে আলজেরিয়ার অবস্থান ২২। এশিয়ার সেরা ইরান ছয় ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে। এশিয়া অঞ্চলের বাকি তিন বিশ্বকাপ প্রতিনিধি জাপান ৪৬তম, দক্ষিণ কোরিয়া ৫৭তম ও অস্ট্রেলিয়া ৬২তম। গেলো মাসে সবচেয়ে বড় লাফটা দিয়েছে ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যের দেশটি ৭১ ধাপ এগিয়ে এখন ৯৪তম।

পাঁচ ধাপ নেমে বছরের সবচেয়ে বাজে অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ (১৬৭তম)। দক্ষিণ এশিয়ায় সবার উপরে আফগানিস্তান, দুই ধাপ পিছিয়ে তাঁরা ১৩০-এ। ছয় ধাপ এগিয়ে ভারতের (১৫৪) স্থানটি দখলে নিয়েছে মালদ্বীপ (১৪৭), পাকিস্তান ও নেপাল যৌথভাবে ১৬৪তম। যথারীতি র‌্যাঙ্কিংয়ের তলানিতে আরও দুটি দেশের সাথে ২০৭ নম্বরে আছে ভুটান।

(ওএস/পি/জুন ০৮,২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test