E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শঙ্কা নিয়েই অনুশীলনে রোনালদো

২০১৪ জুন ০৯ ১০:১৩:৩৮
শঙ্কা নিয়েই অনুশীলনে রোনালদো

স্পোর্টস ডেস্ক : ফেভারিট দলের তালিকায় পর্তুগালের নাম নেই। তবে ব্যক্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রাজিল বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। কিন্তু পর্তুগিজ দলপতি কি শেষ পর্যন্ত খেলতে পারবেন? প্রশ্নটা উঠে আসছে বারবার। স্পষ্ট করে কোনো উত্তর এখনও আসেনি। ১৬ জুন জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচ পর্তুগালের। সেই লড়াইয়ের জন্য ইতিমধ্যেই ব্রাজিলে পৌঁছেছে জার্মান দল। আর পর্তুগালকে চিন্তা করতে হচ্ছে রোনালদোর খেলা না খেলা নিয়েই।

হাঁটু ও ঊরুর ইনজুরিতে ভুগছেন রোনালদো। জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন এমন আশা ছিল। তবে সেই আশা পূরণ হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শনিবার পর্যন্ত পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশন শুধু আশার বাণীই শোনাল। কোনো নিশ্চয়তা দিতে পারেনি। এদিকে অনুশীলনের পর পর্তুগিজ দলপতি আবারও জানিয়েছেন ব্রাজিলে শিরোপা দৌড়ে তার দল ফেভারিট নয়। গ্রুপপর্বে তিন প্রতিপক্ষ জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্র। সামগ্রিকভাবে দলের অবস্থা সম্পর্কে রোনালদো বলেন, ‘আমরা ফেভারিট নই। তবে মাঠে সর্বোচ্চ পারফরম্যান্সের চেষ্টা করব। আমরা জানি গ্রুপপর্বেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। আমার মতে এই গ্রুপটাই বিশ্বকাপে সবচেয়ে কঠিন। তবে আমরা প্রত্যেকটি ধাপ একে একে পার হওয়ার চেষ্টা করব।’

(ওএস/এইচআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test