E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বসেরা ফুটবলার বিশ্বকাপে ফ্লপ!

২০১৪ জুন ১০ ১০:৩১:৪৬
বিশ্বসেরা ফুটবলার বিশ্বকাপে ফ্লপ!

স্পোর্টস ডেস্ক : বছরের সেরা খেলোয়াড়ের ‘ফিফা ব্যালন ডি অর’ পুরস্কার পেতে মুখিয়েই থাকেন ফুটবলাররা। তবে বিশ্বকাপের ইতিহাস বলছে এই পুরস্কারটা জয়ের পর বিশ্বকাপে আসা মানে সেই খেলোয়াড়টির ভরাডুবি! বিশ্বকাপের আগে ব্যালন ডি অর হয়ে উঠেছে তাই অভিশাপে!
১৯৫৬ সালে সেরা ফুটবলারের পুরস্কার দেওয়ার শুরু থেকেই বিশ্বকাপে ব্যর্থতা ব্যালন ডি’অর জয়ীর। ২০১০ আগে পুরস্কারটা দিত ফ্রান্স ফুটবল ম্যাগাজিন, চার বছর আগে এ প্রতিযোগিতায় যুক্ত হয়েছে ফিফাও। মাঝখানেও হয়েছে অনেক পরিবর্তন। কিন্তু বদলায়নি শুধু ব্যালন ডি অর জয়ীর বিশ্বকাপে খারাপ করার দূর্ভাগ্য।

২০১০ বিশ্বকাপ মৌসুমে ব্যালন ডি অর জেতা মেসি বার্সেলোনার জার্সি গায়ে ৪৭ গোল করলেও একবারও লক্ষ্যভেদ করতে পারেননি বিশ্বকাপে! ১৯৫৭ সালে ব্যালন ডি অর জেতা আলফ্রেদো দি স্তেফানো অবশ্য বিশ্বকাপের উত্তাপটাই নিতে পারেননি। ১৯৭৮ বিশ্বকাপ মাঠের বাইরে বসেই দেখতে হয়েছিল ডেনমার্কের অ্যালান সিমনসেনকে। কারণ তাঁর দলও ছিটকে পড়েছিল বাছাই পর্বেই।
১৯৯৪ বিশ্বকাপে রবার্তো বাজ্জিওর ৫ গোলে ইতালি ফাইনালে পৌঁছলেও ব্যালন ডি অর জেতা সেই বাজ্জিওই কিনা টাইব্রেকারে বল মারলেন ব্রাজিলের বার উঁচিয়ে! ব্রাজিলিয়ান রোনালদোর পরের আসরে হৃদয় ভাঙে বাজ্জিওর মতো! ব্যালন ডি’অরের মুকুট মাথায় ফ্রান্সে যাওয়া রোনালদো স্তাদ দ্য ফ্রান্সের ফাইনালে ছিলেন নিজের ছায়া হয়ে।
’৬৯-এর বর্ষসেরা ইতালির গিয়ান্না রিভেরা পরের বছর বিশ্বকাপে গিয়ে পড়েন সর্বকালের সেরা ব্রাজিলের সামনে। তাই তাঁর করারও কিছু ছিল না! ‘টোটাল ফুটবলে’ চমকে দিয়ে ’৭৪ বিশ্বকাপটা বর্ষসেরা ফুটবলার ক্রুইফের হাতেই দেখছিলেন সবাই। কিন্তু ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ২-১ ব্যবধানে ডাচদের হার সেটি আর হতে দেয়নি। এবার ব্যালন ডি অর জিতে বিশ্বকাপে আসছেন রোনালদো। তিনি কিছু করতে পারবেন তো? নাকি ব্যর্থই থাকবেন অন্যদের মত?

(ওএস/এইচআর/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test