E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এই বিশ্বকাপের সুপারস্টার কে হবেন?

২০১৪ জুন ১২ ১৯:২৭:৩৭
এই বিশ্বকাপের সুপারস্টার কে হবেন?

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রাজিলের নেইমার? আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসি? নাকি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো? তিনজনেই অসাধারণ প্লেয়ার৷ তবে ফুটবলের রসায়ন বলে, সুপারস্টার হতে গেলে আরো কয়েকটি উপাদানের প্রয়োজন৷

প্রথমেই আসে ফিটনেস, শারীরিক ও মানসিক৷ যে দু’ধরনের ফিটনেস থাকলে এবার উরুগুয়ের লুইস সুয়ারেজ-ও বিশ্বকাপে সকলের নজর কাড়তে পারেন৷ অপরদিকে রোনাল্ডোর টেন্ডিনাইটিস ও পেশির চোট কিন্তু তার সুপারস্টার হওয়ায় বাদ সাধতে পারে, যদিও তিনি সরকারিভাবে – অর্থাৎ ফিফা-র নির্বাচনে বিশ্বের সেরা খেলোয়াড়৷

সেক্ষেত্রে চারবার বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি শুধু আর্জেন্টিনা দলের ক্যাপ্টেনই নন, দেশের ও বিশ্বের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখাতে গেলে তার এবার নীল-সাদা আলবিসেলেস্তে জার্সি গায়ে চড়িয়ে মারাত্মক কিছু একটা করে ফেলতে হবে৷ নয়ত তার এই বদনাম কোনোদিনই ঘুচবে না যে, তিনি বার্সেলোনার হয়ে যে ম্যাজিকই দেখান না কেন, স্বদেশের হয়ে সেরকম ঝলসে উঠতে পারেন না৷

(ওএস/পি/জুন ১২,২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test