E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ পেল বিশ্বকাপের ৭ হাজার বল

২০১৪ জুন ১২ ২১:০৭:৪৬
বাংলাদেশ পেল বিশ্বকাপের ৭ হাজার বল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ১২ জুন ব্রাজিল বিশ্বকাপ মাঠে গড়াবে। বেশ আগেই বিশ্বকাপের অফিশিয়াল বল ‘অ্যাডিডাস ব্রাজুকা’র লোগো উন্মোচন করা হয়েছে। বিশ্বকাপের আগে বাজারে বেশ কাটতি রয়েছে ব্রাজুকার। একেকটি ব্রাজুকার দাম সর্বনিম্ন ১ হাজার থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত।

ফিফার সদস্য হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও অনুদান হিসেবে ব্রাজুকা পেয়েছে। তবে সেটার অঙ্ক নেহাত কম নয়। ৭ হাজার অ্যাডিডাস ব্রাজুকা বল অনুদান হিসেবে বুধবার ফিফা প্রতিনিধিদের কাছ থেকে গ্রহণ করেছে বাফুফে।

ফিফার দেওয়া ফুটবলগুলো হস্তান্তর, ঢাকায় আর্টিফিশিয়াল টার্ফ স্থাপন ও ফুটবলের ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনার লক্ষ্যে ফিফা ডেভেলপমেন্ট অফিসার ড. শাজি প্রভাকরণ ও ফিফা টেকনিক্যাল অফিসার ভিনসেন্ট সুব্রামানিয়াম ঢাকায় এসেছেন।

এ উপলক্ষে বুধবার দুপুরে বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং ফিফা ডেভেলপমেন্ট অফিসার ড. শাজি প্রভাকরণ।

ফিফা ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আর্টিফিশিয়াল টার্ফ স্থাপনের লক্ষ্যে সকাল ১০টায় শাজি প্রভাকরণ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শন করেন। সংবাদ সম্মেলন শেষে তিনি বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনের কাছে ফিফার দেওয়া ৭ হাজার ফুটবল (ব্রাজুকা অ্যাডিডাস ফুটবল) হস্তান্তর করেন।

সংবাদ সম্মেলন শেষে বিকেলে বাংলাদেশের মহিলা ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বাফুফে মহিলা ফুটবল কমিটির সঙ্গে ড. শাজি প্রভাকরণ এক সভায় মিলিত হন।

(ওএস/পি/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test