E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাতে মুখোমুখি হবে স্পেন-নেদারল্যান্ডস

২০১৪ জুন ১৩ ১১:৩৩:১৬
রাতে মুখোমুখি হবে স্পেন-নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক : শুক্রবার মুখোমুখি হচ্ছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ নেদারল্যান্ডস। চার বছর আগে দক্ষিণ আফ্রিকার সোয়েটোর সকার সিটিতে হয়েছিল সেই ঐতিহাসিক ম্যাচ। অবশ্য ম্যাচ না বলে সেটিকে ‘ছোটখাট যুদ্ধও’ বলা চলতে পারে। ওই ম্যাচে ১৩টি হলুদ কার্ড আর একটি লাল কার্ড দেখানো হয়েছিল। সেই দল দুটিই এবারের বিশ্বকাপের দ্বিতীয় দিনে পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে।

এই ম্যাচকে সামনে রেখে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক বলেছেন, আমি নিশ্চিত যে ওরা (নেদারল্যান্ডস) আমাদের মুখোমুখি হতে চায়নি, যেমন আমরাও ওদের মুখোমুখি হতে চাইনি। না চাইলে কী হবে, আজ ঠিক তাই ঘটতে চলেছে।

টাইট স্পট থেকে ছোট ছোট পাসের মাধ্যমে কীভাবে বেরিয়ে আসা যায় সেটা নিয়েই অনুশীলন করেছে স্পেন। তাদের এই অনুশীলনের মূল লক্ষ্য প্রতিপক্ষের কোচ লুইস ফন গালের টোটাল ফুটবলকে পরাস্ত করা। দেল বস্ক স্পেনকে ৫-৩-২ ছকে রীতিমতো ‘ডিফেন্সিভ’ খেলাবেন।

(ওএস/অ/জুন ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test