E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কলারি রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিলেন

২০১৪ জুন ১৩ ১৭:৩৭:৪০
স্কলারি রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিলেন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কোচ লুইস ফেলিপে স্কলারি ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ব্রাজিল রেফারির সহায়তা পেয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও নেইমারের দারুণ শটে সমতা ফেরায় ব্রাজিলকে। ব্রাজিলের এই তারকা স্ট্রাইকার পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়েও দেন। পরে অস্কারের গোলে জয় নিশ্চিত হয় পাঁচ বারের চ্যাম্পিয়নদের।

ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে রেফারির একটি পেনাল্টির সিদ্ধান্তকে 'সার্কাস' বলে উল্লেখ করেন ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ। এর জবাবে কোনো মন্তব্য করতে চাননি ব্রাজিলের কোচ। স্কলারি শুধু সবাইকে ব্রাজিলের অতীত সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

"আমার প্রতিপক্ষের কোচ যা বলেছেন, এর বিপরীতে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি যেটা বলতে পারি তা হচ্ছে, ব্রাজিল ৫টি বিশ্বকাপ জিতেছে। আর সেগুলো ব্রাজিলের পক্ষে ৫টি সার্কাস ছিল না।"

ম্যাচ শেষ হতে তখনো প্রায় ২০ মিনিট বাকি। স্কোরলাইন ছিল ১-১। পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়েছিলেন ফ্রেড। বল নিয়ন্ত্রণ করতে না পেরে ব্রাজিলের এই ফরোয়ার্ড লোভের্নের হালকা ধাক্কায় পড়ে যান। রেফারি নিশিমুরা লোভের্নকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি পায় ব্রাজিল, যা থেকে নেইমার দলকে এগিয়ে দেন ২-১ গোলে।

তাহলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া ওই পেনাল্টি নিয়ে কি বলবেন স্কলারি? ব্রাজিলের কোচ সহজভাবে এর উত্তর দিয়েছেন, রেফারির কাজ রেফারি করেছেন, এ নিয়ে তার কিছু করার বা বলার নেই।

রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলোর আত্মঘাতী গোলে ম্যাচের ১১তম মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল। এর পর দল যেভাবে ঘুরে দাড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে এতে দারুণ খুশি স্কলারি।

"আমাদের খেলোয়াড়রা দারুণ খেলেছে, পিছিয়ে পড়ে উঠে আসার দৃঢ়তা দেখিয়েছে তারা। এটা অসাধারণ।"

স্কলারি বিশেষ করে প্রশংসা করেন দলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের সবচেয়ে বড় ভরসা নেইমারের। জোড়া গোল করে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের নায়ক বার্সেলোনার এই ফরোয়ার্ড।

(ওএস/পি/জুন ১৩,২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test