E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে’

২০১৭ জানুয়ারি ২০ ১৮:১২:৪৭
‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে’

মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির জন্য উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে। ইতি মধ্যে ১৩১ টি উপজেলায় স্টেডিয়াম নির্মানের কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফুটবল একটি শিল্প। এই বিভাগে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি হলে জাতীয় পর্যায়ে তারকা খেলোয়াড়ের অভাব পুরণ হবে।

তিনি আজ শুক্রবার বিকেলে মাগুরা বীর মুক্তিযোদ্ধ আছাদুজ্জামান স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, বসুন্ধরা গ্রুপের এমডির উপদেষ্ঠা সাজ্জাদ হায়দার, পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজামান শিখর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব গোলাম মওলাসহ অন্যান্যরা।

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরো বলেন, তৃণমূলে বঙ্গবন্ধু কাপ ফুটবলের মত বিভিন্ন ধরনের টুর্নামেন্টর আয়োজন করলে ফুটবলের উন্নয়ন ঘটবে। খেলাধুলার উন্নয়নের পশপাশি জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
মাগুরা বীর মুক্তিযোদ্ধ আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমীর উদ্যোগে ও বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বাংলাদেশ নৌ-বাহিনীসহ দেশের বিভিন্ন জেলার ১২ টি ফুটবল দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী ২-০ গোলে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করে। খেলায় গোল দুটি করেন বিজয়ী দলের রয়েল ও শরিফুল ইসলাম। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আছাদুজ্জামান ফুটবল একাডেমী খেলোয়াড় রয়েল।

(ডিসি/এএস/জানুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test