E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্যাসিয়াসের পাশে আছেন সিজার!

২০১৪ জুন ২০ ১৬:১৮:৪৬
ক্যাসিয়াসের পাশে আছেন সিজার!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : একটু আগেভাগেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিদায়ে দলীয় অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াস সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন। এই দুঃসময়ে স্বাগতিক গোলরক্ষক জুলিও সিজার বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন।

ক্যাসিয়াসের পাশে আছেন সিজার!

দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জয়ী স্প্যানিশ দলের শক্তিশালী রক্ষণভভাগকে নিয়ে যেভাবে পুরো বিশ্বে গর্ব করা হতো সেই ডিফেন্সের হতাশাজনক পারফরমেন্সই স্পেনের বিদায়ের মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। নেদারল্যান্ড এবং চিলির বিপক্ষে দুটি ম্যাচেই পরাজয়ের পিছনে একদিক থেকে আবার ক্যাসিয়াসকেও দায়ী করা হচ্ছে।

কিন্তু নিজের ব্যক্তিগত ক্যারিয়ারে বিভিন্ন সময়ে দারুণ সমালোচনার মুখে পড়া ৩৪ বছর বয়সী সিজার বলেছেন, ‘ভুলগুলো নিয়ে যখন মানুষ সমালোচনা করে সেই বিষয়টি আমি মোটেও পছন্দ করি না। এটা সত্যিই হতাশাজনক। এবারের বিশ্বকাপে আমি অন্য দলগুলোর গোলরক্ষকের পারফরমেন্স এবং সম্ভাবনা পর্যালোচনা করেছি। আমার মতে ক্যাসিয়াস এমন একজন গোলরক্ষক যিনি সম্মান পাবার যোগ্যতা রাখেন। ক্যারিয়ারে সে অনেকগুলো বড় শিরোপা জয় করেছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের হয়ে সে দীর্ঘদিন দাপটের সাথে খেলে আসছে। এই মুহূর্তে সে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা সব গোলরক্ষকের ক্যারিয়ারেই আসতে পারে। কিন্তু একজন সত্যিকার ম্যাচ উইনার হিসেবে তাকে সবসমসয়ই শ্রদ্ধা করতে হবে। এটা শুধুমাত্র ক্যাসিয়াস নয়, পুরো স্পেন দলই এই ব্যর্থতার জন্য দায়ী। পুরো বিশ্বই তাদের কাছ থেকে অনেক কিছু আশা করেছিল। তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে।’

বেশীরভাগ ব্রাজিলিয়ানই ভয়ের মধ্যে ছিল যে নক আউট পর্বেই হয়ত বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবেলা করতে হতে পারে। কিন্তু প্রথম পর্ব থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের বিদায়ে এখন আগামী সপ্তাহে নেদারল্যান্ড ও চিলির বিপক্ষে ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে স্বাগতিকরা। গ্র“প-বি থেকে এই দুটি দল পরের রাউন্ড নিশ্চিত করেছে। এখন শীর্ষস্থানের জন্য দুই দল সোমবার সাও পাওলোতে মুখোমুখি হবে।

যদিও ব্রাজিলের ভাগ্য নির্ধারিত হবে এ-গ্র“পের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটির মধ্য দিয়ে। তবে নক আউট পর্বে কোন দলটি ব্রাজিলের জন্য প্রতিপক্ষ হিসেবে সহজ হবে এই মন্তব্য করতে রাজী হননি সিজার। তার মতে, এখনো যেহেতু আমাদের হাতে একটি ম্যাচ বাকি রয়েছে তাই হল্যান্ড ও চিলির পক্ষে কোন কথা বললে সেটা ক্যামেরুনকে ছোট করা হবে।

যদিও ইতোমধ্যেই দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্যামেরুন। তাই পরের রাউন্ডে যেতে হলে লুইজ ফিলিপ স্কলারির দলের অন্তত ড্র করলেই চলবে। এছাড়া গ্র“পের শীর্ষস্থানে থেকে প্রথম পর্ব শেষ করারও সুযোগ থাকবে। মেক্সিকোর বিপক্ষে গোলরক্ষক গুইলারমো ওচোয়ার দূর্দান্ত নৈপুণ্যে জিততে পারেনি ব্রাজিল। প্রতিপক্ষ গোলরক্ষকের এই দক্ষতা অপর প্রান্ত থেকে দাঁড়িয়ে উপভোগ করা ছাড়া কিছুই করার ছিল না সিজারের। ব্রাজিলিয়ান কোচ স্কলারি মনে করেন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ গোলে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে সেলেসাওরা উন্নতি করেছে। সিজারও তার কথার সাথে একমত পোষণ করে বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। দল ধীরে ধীরে সবকিছুর সাথে মানিয়ে নিচ্ছে। স্বাগতিক হিসেবে বিশ্বকাপের বাছাইপর্ব না খেলায় একসাথে সকলে মিলে ম্যাচ খেলার সুযোগও কম ঘটেছে। তবে এক্ষেত্রে কনফেডারেশন কাপ সহযোগিতা করেছে। কনফেডারেশন কাপে খেলার আগে অনেক দলই ব্রাজিলকে সেভাবে আমলে নেয়নি যেটা টুর্নামেন্ট জেতার পরে করছে।

(ওএস/পি/জুন ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test