E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদত্যাগের কারণ আছে বলে আমি মনে করি না - হজসন

২০১৪ জুন ২০ ১৬:৩৯:৪৩
পদত্যাগের কারণ আছে বলে আমি মনে করি না - হজসন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইংল্যান্ড বিশ্বকাপের নিজেদের ৫৬ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে পারফরমেন্সের কারণে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। কিন্তু দলের এই পারফরমেন্সের পরে ইংলিশ বস রয় হজসন নিজেকে সড়িয়ে নেবার কোন ইচ্ছা বা আগ্রহ নেই বলেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বরং বর্তমান দলটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন ভবিষ্যতে দলটির সম্ভাবনা বেশ উজ্জ্বল।

প্রথম ম্যাচে ইতালির কাছে ২-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচের উরুগুয়েল কাছে একই ব্যবধানে পরাজিত হবার পর ফুটবল এসোসিয়েশন যে হজসনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে তা ৬৬ বছর বয়সী এই কোচ নিজেও জানেন। ব্রিটিশ সম্প্রচার প্রতিষ্ঠান আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে হজসন বলেছেন, ‘অবশ্যই আমি সত্যিকার অর্থেই হতাশ। কিন্তু এখানে পদত্যাগের কোন কারণ আছে বলে আমি মনে করি না। অন্যদিকে এফএ যদি মনে করে এই পদের জন্য আমি যোগ্য নই….।’

হজসন মনে করেন, ওয়েইন রুনির সমতাসূচক গোলের পরে লুইস সুয়ারেজের দ্বিতীয় গোলটি ছিল অবিশ্বাস্য। তার মতে এই ম্যাচে ফলাফলের প্রাপ্তির আশায় ইংল্যান্ড যথাসম্ভব চেষ্টা করেছে। সেই চেষ্টারই ফসল ম্যাচে সমতা আনা। ম্যাচের শুরুতে ইংল্যান্ড জানতো টুর্নামেন্টে টিকে থাকতে হলে ড্র কিংবা জয় প্রয়োজন। কিন্তু সুয়ারেজের ঐ গোলটি সব এলোমেলো করে দেয়। এই ফলাফলের পরে কি বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। আমরা সত্যিকার অর্থেই খুব হতাশ। যেভাবে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার কিক থেকে স্টিভেন জেরার্ডের মাথার উপর দিয়ে সুয়ারেজের জন্য দ্বিতীয় গোলের পথ নিশ্চিত হয়েছিল সেটা আসলে ছিল অবিশ্বাস্য। এই ধরনের গোল অপ্রত্যাশিত।

হজসন আরো মনে করেন, এই পরাজয়ের ফলে বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। ১৯৫৮ সালের পরে এই প্রথম গ্র“প পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে ইংলিশদের। ম্যাচের ভাগ্য গড়ে দেয়া সুয়ারেজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইংলিশ বস বলেছেন, আমরা সাধারণত পেনাল্টি এরিয়াতে যেভাবে তাকে খেলতে দেখি সেটা আজ দেখা যায়নি। দুটি সুযোগ তার কাছে এসেছে এবং বিশ্বমানের খেলোয়াড় হিসেবে দুটোকেই সে কাজে লাগিয়েছে। আর এ কারণেই মূলত এখন আমরা বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে রয়েছি।

তবে সবকিছুর পরেও হজসন ইংলান্ডের উজ্জ্বল ভবিষ্যৎই আশা করছেন। বিশেষ করে দলের তরুণদের দিকেই তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তার মতে, ইংল্যান্ড বেশ ভালভাবেই সামনে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এর ফল ঠিকই পাওয়া যাবে। একটি দলের জন্য ফলাফলই সব কিছু নির্ধারণ করে দেয়। আমরা শক্তিশালী দুটি দলের বিপক্ষে খেলেছি। কিন্তু আমি বিশ্বাস করি সময়মত এই দলটিই নিজেদের প্রতিভার প্রমাণ দিতে পারবে।

এদিকে গোলরক্ষক জো হার্ট ইংলিশ বসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, রয় হজসনের অধীনে খেলতে পারায় আমি সত্যিই গর্বিত। সে একজন অসাধারণ ম্যানেজার।

(ওএস/পি/জুন ২০,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test