E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেরেরা ক্যান্সার চিকিৎসা বন্ধ রাখলেন সুয়ারেজের প্রয়োজনে!

২০১৪ জুন ২০ ১৮:৩৪:৪৯
ফেরেরা ক্যান্সার চিকিৎসা বন্ধ রাখলেন সুয়ারেজের প্রয়োজনে!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে উরুগুয়ের যাদুকর লুই সুয়ারেজ জোড়া গোল করে জয় এনে দেন। স্বপ্ন দেখছেন বিশ্বকাপে পুনরায় উজ্জীবিত হবার ।

তারকা খেলোয়াড় সুয়ারেজের সবাইকে কৃতজ্ঞতা জানালেও এসবের পিছনে থেকে যাওয়া একজন ব্যক্তিকে কোনভাবেই শ্রদ্ধা ও সম্মান দিয়ে পূর্ণ করে দিলেও তা যথেষ্ট মনে হবেনা। কারণ প্রায় পঙ্গুদশা থেকে এত দ্রুত সারিয়ে নিয়ে আসা চিকিৎসক ওয়াল্টার ফেরেরা যে জলাঞ্জলি দিয়েছেন নিজের জীবনের মায়া !

ফেরেরা ওভারটাইম কাজ করে হলেও প্রাণপণ চেষ্টা করেছিলেন কীভাবে তাদের লড়াকু খেলোয়াড় সুয়ারেজকে দ্রুত সারিয়ে তোলা যায় । নিজের যে মারাত্মক ক্যানসার ব্যাধি আছে সেটা চিন্তা করবার সময় কই তার !

সুয়ারেজকে সুস্থ করে তুলবার জন্য ৬৩ বছর বয়সী ফেরেরা নিজের চিকিৎসা ফেলে রাতদিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছেন। এমনকি ব্রাজিল পর্যন্ত চলে এসেছেন যেন কাছাকাছি থেকে সাহায্য করতে পারেন ।

পর্দার আড়ালের এই অভাবনীয় যাদুকরকে তাই সুয়ারেজ কীভাবে যথেষ্ট সম্মান দেবে !

খেলা শেষ ফেরেরা জানান, “সত্যি বলতে আমি অনেক কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ যে কোচ আমার দায়িত্বে সুয়ারেজকে দিয়েছেন, আমাকে বিশ্বাস করেছেন । আমার সুবিধার্থে তাকে আমার বাড়িতে চিকিৎসা নিতে পাঠাতেও দ্বিধা করেননি ।“

সুয়ারেজের সাফল্যে অভিনন্দন জানিয়ে তিনি মন্তব্য করেন, “যা কিছু হয়েছে তার সবকিছুর যোগ্য দাবীদার সে, কারণ এজন্য পর্যাপ্ত শ্রম সে দিয়েছে । যদি সে এমন পরিশ্রম না করত, আমি নিজেই আজকে এখানে আসতাম না । আজকে যা হল তা আমি কখনো ভুলবনা । আমি আগেই বলেছি কতটা কৃতজ্ঞ আমি । আমার পরিবার আমার শক্তি, সবসময়ের জন্য

(ওএস/পি/জুন ২০,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test