E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাপমাত্রা নিয়ে দুশ্চিন্তায় ইতালি!

২০১৪ জুন ২০ ১৯:১২:৫৫
তাপমাত্রা নিয়ে দুশ্চিন্তায় ইতালি!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শুক্রবার কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ইতালি রেসিফের এরিনা পার্নামবুকোতে। নিজেদের আগের ম্যাচে জয় আছে দুই দলেরই ‘ডি’ গ্রুপে। টানা দ্বিতীয় জয় দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে নেবে তাদের। বিশ্বকাপের ময়দানে ইতালির সবচেয়ে বড় অস্ত্র তাদের ধারাবাহিক সাফল্যের ঈর্ষণীয় রেকর্ড। ওদিকে উরুগুয়ের বিপক্ষে পরাক্রম দেখানো কোস্টারিকার আত্মবিশ্বাসের মূলে আছে লাতিন মাটি আর দারুণ ফর্মে থাকার নিশ্চিন্ততা। তবে ইতালিয়ান কোচ সিজার প্রানদেল্লি বলছেন, দুপুরের রোদে খেলাটাই ভাবাচ্ছে তার দলকে।

ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ছন্দবদ্ধ ছিল ইতালি। রেকর্ড গড়েছে নির্ভুল পাস দেয়া-নেয়ার। কোস্টারিকাকে একই ভাবে হারানোর পরিকল্পনা তাদের। দলের শক্তির ওপর আস্থা থাকলেও কোচ সিজার প্রানদেল্লিকে বিব্রত করছে ব্রাজিলের আবহাওয়া আর নিজেদের ম্যাচের সময়সূচি। ইংল্যান্ডের বিপক্ষে দুপুরের ম্যাচে দারুণ ঘাম ঝরেছে আজ্জুরিদের। ওই ম্যাচে রেফারি পানিপানের বিরতি দেননি বলে ক্ষুব্ধ তিনি। রেসিফের উত্তপ্ত আবহাওয়ায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচটাও দুপুরেই মাঠে গড়াচ্ছে। এ নিয়ে অভিযোগও তুলেছেন প্রানদেল্লি।

গত গ্রীষ্মে এই রেসিফের মাঠেই কনফেডারেন্স কাপে জাপানের বিপক্ষে ৪-৩ গোলের ঘাম ঝরানো জয় তুলে নিয়েছিল ইতালি। বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে লড়াই আরো কঠিন হবে বলেই মনে হচ্ছে তাদের।

এদিকে প্রতিপক্ষ ইতালির কাছ থেকেই প্রেরণা পাচ্ছে কোস্টারিকা। ২০০৬ সালে যে নিখাঁদ ডিফেন্সের কল্যাণে শিরোপা ঘরে তুলেছিল ইতালিয়ানরা, এবার নিজেদের ডিফেন্সকে তেমনই শক্তিশালী দাবি করছেন কোস্টারিকান মিডফিল্ডার চেলসো বোর্গেস। এ কারণেই দলের আর সবার মতো ইতালির বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন তিনি। ইতালি-কোস্টারিকা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

ইতালি-কোস্টারিকা : ম্যাচ ফ্যাক্টস

বিশ্বকাপের ১৮টি আসরে মোট ৮২টি ম্যাচ খেলেছে ইতালি। জয় পেয়েছে ৪৬ ম্যাচে, হেরেছে ১৫ ম্যাচে আর ড্র হয়েছে ২১ বার। মোট চারবার চ্যাম্পিয়ন ও দু্ইবার রানার্সআপ হয়েছে তারা।

বিশ্বকাপের চারটি আসরে মোট ১০টি ম্যাচ খেলেছে কোস্টারিকা। জয় পেয়েছে ৩ ম্যাচে, হেরেছে ৬ ম্যাচে আর ড্র হয়েছে একবার।

প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এটাই ইতালি-কোস্টারিকার প্রথম ম্যাচ। ১৯৯৪ সালে দুই দলের মধ্যকার একমাত্র প্রীতিম্যাচে জিউসেপ্পে সিনোরির গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল ইতালি।

বিশ্বকাপের গ্রুপপর্বে ইতালির হোঁচট খাওয়ার নজির আছে। বিশ্বকাপের গত তিনটি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পায়নি আজ্জুরিরা। একটিতে হার ও দুটিতে ড্র পেয়েছে ইতালি।

ধারাবাহিকতায়ও অনন্য ইতালিয়ানরা। বিশ্বকাপে টানা ১৫ ম্যাচ ধরে প্রতিবারই গোলের দেখা পেয়েছে তারা। বর্তমানে যে কোনো দলের তুলনায় এটা রেকর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে শতকরা ৯৩ দশমিক ২০ ভাগ নির্ভুল পাস দেয়া-নেয়া করেছে ইতালিয়ানরা। এটা বিশ্বকাপে নির্ভুল পাসের রেকর্ড।

গ্রুপপর্বের তিন ম্যাচে তিনটি সাবেক চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলছে কোস্টারিকা। প্রথম ম্যাচে উরুগুয়ে, দ্বিতীয় ম্যাচে ইতালি আর তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এমনটা আগে কোনো দলের ক্ষেত্রে হয়নি।

ইতালিকে হারালে ব্রাজিল-আর্জেন্টিনার পর তৃতীয় নন-ইউরোপিয়ান দল হিসেবে পরপর দুই ম্যাচে দুটি সাবেক চ্যাম্পিয়ন দলকে হারানোর গৌরব অর্জন করবে কোস্টারিকা।

‘টাইকোস’খ্যাত কোস্টারিকা বিশ্বকাপে ইউরোপিয়ান দলের বিপক্ষে ৬ ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে।

পরিসংখ্যান বলছে, ম্যাচের শুরুর চেয়ে দ্বিতীয়ার্ধেই গোল করতে স্বাচ্ছন্দ্য পায় কোস্টারিকা। আসরে তাদের ১৫টি গোলের ১২টিই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।

(ওএস/পি/জুন ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test