E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইতালির পক্ষে বাজি ধরা যায় বালোতেল্লির কারনেই!

২০১৪ জুন ২০ ১৯:১৮:৪২
ইতালির পক্ষে বাজি ধরা যায় বালোতেল্লির কারনেই!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : যদি মারিও বালোতেল্লি মাথা ঠাণ্ডা রেখে ৯০ মিনিট খেলতে পারেন, তাহলে সে যে কোনো দলের জন্যই বিপজ্জনক। ইতালি বালোতেল্লিকে ৯০ মিনিটে খেলালে গোল পাবেই। এতে কোনো সন্দেহ নেই। বালোতেল্লির ওপর ভরসা করেই ইতালির পক্ষে বাজি ধরা যায়। তা ছাড়া এবার বেশ ব্যালেন্সড টিম ইতালি। প্রথম ম্যাচ দেখে আমার কাছে তাই মনে হয়েছে। দুর্দান্ত খেলছেন তাদের ফুটবলাররা। শুক্রবার রাতের ম্যাচে কোস্টারিকার চেয়ে আমি ইতালিকে এগিয়ে রাখব।

সুইজারল্যান্ড-ফ্রান্সের ম্যাচটাও বেশ জমজমাট হবে বলে আমি আশা করছি। দুইটাই ইউরোপের দল। ম্যাচে শক্তির বিচারে ফ্রান্সকে আমি এগিয়ে রাখব। অলিভিয়ের জিরু ও করিম বেনজেমা দারুণ ফর্মে রয়েছেন। এরাই ম্যাচের ফল বদলে দিতে পারেন। প্রথম ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। করিম বেনজেমার একাই করেছেন ২টি গোল। অন্যদিকে ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সুইজারল্যান্ড, এটা সত্যি। তবে ওই ম্যাচে বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেছে হন্ডুরাস। তাই ওই ম্যাচটা আমার চোখে এক পেশে ম্যাচ মনে হয়েছে।

বৃহস্পতিবার রাতে গ্রিসের বিপক্ষে জাপানের ম্যাচ দেখে আমি কষ্ট পেয়েছি। এশিয়ান হিসেবে সব সময়ই জাপানের সমর্থন করে এসেছি। জাপানও ভালো খেলেছে, কিন্তু গ্রিসের বিপক্ষে তাদের জয়টাই আমি আশা করেছিলাম। ১০ জনের বিপক্ষে তাদের জেতা উচিৎ ছিল। জিতলে দ্বিতীয় রাউন্ডে ওঠার একটা ভালো সুযোগ থাকত।

কলম্বিয়া-আইভরিকোস্টের ম্যাচটা ভালো লেগেছে। কলম্বিয়া তো ভালো খেলছে এটা বলার অপেক্ষা রাখে না। ফেভারিট হিসেবেই দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। কিন্তু আইভরিকোস্টের জেরভিনহোর গোলটা আমার চোখে লেগে রয়েছে। ৩ থেকে ৪ জন ডিফেন্ডারকে কাটিয়ে যে গোলটি করেছেন তিনি, এটা এক কথায় অসাধারণ ছিল। না জিতলে তার ওই গোলটা আমার অনেকদিন মনে থাকবে।

ওদিকে ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার রাতে জ্বলে উঠেছিলেন লুই সুয়ারেজ। আগের বিশ্বকাপেও উরুগুয়ের হিরো ছিলেন এ ফরোয়ার্ড। ইনজুরি থেকে ফিরে এবার প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন। করেছেন ২টি গোল। তার ২ গোলেই ইংল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত হয়েছে উরুগুয়ের। এ জয়ে এখনও বেঁচে রয়েছে তাদের দ্বিতীয় পর্বে খেলার স্বপ্ন। এবারও এক ম্যাচে হিরো বনে গেছেন সুয়ারেজ।

(ওএস/পি/জুন ২০,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test