E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেসিই নাকি প্রভাবিত করেছেন সাবেলাকে!

২০১৪ জুন ২১ ১৯:১৪:০৬
মেসিই নাকি প্রভাবিত করেছেন সাবেলাকে!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আর্জেন্টিনার জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হয়েছে। তবে সমর্থকদের বসনিয়া-হার্জেগোভিনার মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ২-১ গোলের ঘাম ঝরানো জয়ে মন ভরেনি। প্রথমার্ধে ৫-৩-২ ফরম্যাটে ছন্নছাড়া ফুটবল খেলেছে আলবিসেলেস্তারা।

চারদিকে গুঞ্জন ছড়াতেও সময় নেয়নি, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিই নাকি প্রভাবিত করেছেন কোচ আলেসান্দ্রে সাবেলাকে। তাছাড়া দল নির্বাচনেও নাকি খবরদারি করেছেন। এমন গুজবকে অবশ্য বাতাসে উড়িয়ে দিয়েছেন তার সতীর্থ হাভিয়ের মাসচেরানো। তার মতে, দল নির্বাচনে হাত দেয়ার কোনো ক্ষমতা নেই মেসির।

বসনিয়ার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ৫-৩-২ ফরম্যাটে দল সাজিয়েছিলেন সাবেলা। কিন্তু তাতে রীতিমতো অগোছালো হয়ে যায় আর্জেন্টিনা। তাই বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধে ফরমেশনে পরিবর্তন আনেন আলবিসেলেস্তে কোচ। ৪-৩-৩ ফরমেশনে ফেরার পর অধিনায়ক মেসির গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির চাওয়াতেই নাকি দ্বিতীয়ার্ধে নিজের দর্শন থেকে সরে এসেছেন আর্জেন্টাইন কোচ।

বাতাসে তাই জোর গুঞ্জন দল নির্বাচনে মেসির একচ্ছত্র ক্ষমতা নিয়ে। এ ধরনের ধারণার সঙ্গে একেবারেই একমত পোষণ করছেন না মাসচেরানো, 'আমি লিও মেসিকে ভালোভাবে চিনি। কোনো খেলোয়াড়কে দলে নেয়া বা বাদ দেয়ার ক্ষমতা নেই তার। আর এটা তার চরিত্রের সঙ্গে মানায়ও না। সে এমন একজন মানুষ, যে কখনোই তার বন্ধুদের থেকে একজন বা অন্য কাউকে আলাদা করে বেছে নেবে না।'

(ওএস/পি/জুন ২১,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test