E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডোপ টেস্ট : জবাব চেয়েছে কোস্টারিকা

২০১৪ জুন ২৩ ১১:০৯:০৪
ডোপ টেস্ট : জবাব চেয়েছে কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক : সাধারণ নিয়েমে কোনো ফুটবল ম্যাচের পর প্রতি দল থেকে দুজন করে ফুটবলারকে ডোপ টেস্ট বা মাদক পরীক্ষার জন্য ডাকা হয়ে থাকে। তাহলে ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে ইতালির বিপক্ষে ম্যাচ শেষে একসঙ্গে কেন ৭ জন কোস্টারিকান ফুটবলারকে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে? বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে এ প্রশ্নের জবাব চেয়েছে কোস্টারিকানরা।

দেশটির ফুটবলপ্রেমী মানুষের পক্ষ থেকে কোস্টারিকা ন্যাশনাল ফুটবল কমিশনের সভাপতি আদ্রিয়ান গুতিয়েরেজ বলেছেন, ‘ফিফার যে কোনো সিদ্ধান্তর প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এ সংস্থার যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেত নিব। কিন্তু আমাদের কাছে সত্যিই অবাক লাগছে যে ইতালিকে হারানোর পর পরই কেন আমাদের ৭ ফুটবলারকে ডোপ টেস্টের আওতায় আনা হলো। ফিফা এ প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিবে এমন প্রত্যাশা করছি আমরা।’

অবশ্য একসঙ্গে ৭ কোস্টারিকান ফুটবলারকে মাদক পরীক্ষার জন্য ডাকার বিষয়ে ফিফা আগেই ব্যাখ্যা দিয়েছে। ফিফার ভাষ্য, ‘বিশ্বকাপ শুরুর সময় কোস্টারিকার একাধিক ফুটবলার ডোপিং নমুনা জমা না দেওয়ায় একসঙ্গেই ৭ ফুটবলারকে ডোপ টেস্টের জন্য ডাকা হয়েছে। যদিও এ সিদ্ধান্তে কেবল কোস্টারিকানরা নয়, বিশ্ব ফুটবলের অনেক নামী দামী ব্যক্তিরাও বিস্ময় প্রকাশ করেছেন। বিশেষ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে কোস্টারিকা নক আউট পর্বে জায়গা করে নেওয়ার পরপরই ফিফার এমন তড়িঘড়ি সিদ্ধান্তকে অনেকেই বাঁকা চোখে দেখতে শুরু করেছেন। এ নিয়ে ব্রাজিল বিশ্বকাপে মাঠের বাইরে সমালোচনার ঢেউ বয়ে যাচ্ছে।

কোস্টারিকান ফুটবল প্রধানের মতে, ‘শুধু ৭ জন কেন, প্রয়োজনে কোস্টারিকার ২৩ জন ফুটবলারের পুরো স্কোয়াডকেই ডোপ করানো হোক। কিন্তু তাতে কিছু যাবে আসবে না। কেউ যদি মনে করে যে ব্রাজিল বিশ্বকাপে মাদকের প্রভাবে কোস্টারিকান ফুটবলার একের পর এক বিস্ময় জাগানো ভালো পারফরম্যান্স করছে তাহলে সে নিছক ভুলই করবে।’

(এইচআর/জুন ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test