E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্যামেরুনকে নিয়ে মাথাব্যথা ব্রাজিল খেলোয়াড়দের !

২০১৪ জুন ২৩ ১৫:২৫:৪৫
ক্যামেরুনকে নিয়ে মাথাব্যথা ব্রাজিল খেলোয়াড়দের !

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের যে ছন্দ, তাতে ক্যামেরুনের উড়ে যাওয়ার কথা; কিন্তু ব্রাজিলের খেলোয়াড়দের যত টেনশন এ ম্যাচ নিয়ে। দুই ম্যাচে ক্যামেরুন পয়েন্ট না পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আজ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাদের হারানোর কিছু নেই পাওয়ারও কিছু নেই। তবে নিজেদের ব্যর্থতা ঘোঁচাতে ব্রাজিলের বিপক্ষে যদি কিছু করে দেখাতে পারেন এবং সেটা জয় বা ড্র। এটাই বড় সম্বল হবে আফ্রিকান দলটির। ফলে এ ম্যাচে বিশ্বকাপের আসল চমকটা দেখানোর লক্ষ্য নিয়েই নামবে মাঠে ক্যামেরুন।

ব্রাজিলের যতটা না ভয় ক্যামেরুনকে নিয়ে তার চেয়ে ঢের বেশি ভাবছেন তারা নিজেদের নিয়ে। নেইমারদের গোল করতে না পারার ব্যর্থতা কুরে কুরে খাচ্ছে তাদের। ব্রাজিলের ভয় সেখানেই। তা ছাড়া ব্রাজিলের সাথে জয়ের রেকর্ডও আছে দলটির। এ পর্যন্ত চার লড়াইয়ে ব্রাজিল তিন আর ক্যামেরুন জিতেছে একবার।

ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় ডেভিড লুইজ বলেন, ‘আমরা এমন একটা দলের বিপক্ষে খেলব যাদের হারানোর কিছু নেই। তারা এ ম্যাচে খেলবে নিজেদের সেরাটা প্রদর্শন করার জন্য। কারণ তারা প্রথম দুই ম্যাচ হেরেছে। এখন স্বাগতিকদের সাথে (ব্রাজিল) জিততে পারলে সেটা হবে তাদের বিশ্বকাপ জয়ের তুল্যই।’ তবে নিজ মাঠে ব্রাজিল সম্ভবত ওগুলো থোড়াই কেয়ার করবে। কেননা গত ১৬ ম্যাচের ১৫টিতে জয় পাওয়া ব্রাজিলের নকআউট পর্বে ওঠার জন্য জয়টা আজ ভীষণ দরকার।

একই সময়ে অনুষ্ঠিত হবে মেক্সিকো-ক্রোয়েশিয়ার ম্যাচ। ওই ম্যাচের ফলটাও গুরুত্বপূর্ণ তাদের; কিন্তু খেলাটা যখন একই সময়ে, তখন আর জানার সুযোগ কই। কারণ ওই ম্যাচে ক্রোয়েশিয়া হেরে গেলে ক্যামেরুনের সাথে হারলেও সমস্যা নেই ব্রাজিলের; কিন্তু এক ম্যাচে জয় নিয়ে তিন পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়া যদি জিতে যায় সে ক্ষেত্রে মেক্সিকোর সাথে গোল ব্যবধানে এগিয়ে থাকার ব্যাপার রয়েছে। ফলে অত চিন্তা না করে বরং আফ্রিকানদের হারানোর চিন্তা করাই ভালো।

লুইজ বলেন, ‘ক্যামেরুন তাদের জাতির নেতৃত্ব দিচ্ছে। ফলে তারা এ ম্যাচে কিছু করে দেখানোরই চেষ্টা করবে। তা ছাড়া ব্রাজিলের মতো একটি দলের সাথে কিছু করতে পারা নিঃসন্দেহে গর্বেরও বিষয়। ওরা বরাবরই ভালো ফুটবল খেলে।’ ক্রোয়েশিয়ার সাথে চার গোল হজম করলেও মেক্সিকোর বিপক্ষে একমাত্র গোলেই হেরেছিল তারা।

ব্রাজিলের আরেক ডিফেন্ডার মারসেলো বলেন, ‘আমরা আরো একটা টাফ ম্যাচের মুখোমুখি। কারণ আমরা জানি ক্যামেরুন দলে বেশ কয়েকজন কোয়ালিটিপূর্ণ খেলোয়াড় রয়েছে। আমাদের অবশ্যই সমীহ করতে হচ্ছে তাদের।’ ক্যামেরুনের মধ্যভাগের খেলোয়াড় অ্যালেক্স সং লাল কার্ড পেয়ে খেলতে পারছেন না আজ। দলের আরো একজন কৃতী ফরোয়ার্ড চেলসি তারকা স্যামুয়েল ইতো হাঁটুর ইনজুরি থেকে ফিরেছেন এবং তিনি খেললে সেটা ব্রাজিলের ডিফেন্সের জন্য চিন্তার বিষয়। যদিও দলে কিছুটা সমস্যা রয়েছে ব্রাজিলের পৌঁছার আগ থেকেই। আর্থিক বনিবনা নিয়ে খেলোয়াড়দের সাথে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের ঝামেলার ফল ক্রোয়েশিয়া ম্যাচের ওপর প্রভাব ফেলছিল কি না সেটা নিয়ে তদন্ত হচ্ছে এবং কয়েকজনের বিপক্ষে ব্যবস্থাও নিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। ব্রাজিলের কোচ স্কলারি আক্রমণ ভাগের খেলোয়াড় হাল্ককে নিয়ে কিছুটা ঝামেলায় রয়েছেন।

মেক্সিকোর বিপক্ষেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি। সমস্যা তার বাঁ পায়ে। ব্রাজিল দলে সমস্যা রয়েছে আরো একটা। দলের চার খেলোয়াড় হলুদ কার্ড পেয়েছেন। নেইমার ছাড়া অধিনায়ক থিয়েগো সিলভাও আছেন তাতে। ফলে ক্যামেরুনের বিপক্ষে তাদের যিনি হলুদ কার্ড পাবেন তিনি নক আউট পর্বে খেলার সুযোগ হারাবেন।

কারণ যখন ক্যামেরুন। যারা সাধারণত পাওয়ার ফুটবল খেলে অভ্যস্ত। তা ছাড়া নক আউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ড অথবা ল্যাটিনের অন্য দল চিলি। ফলে সে চিন্তাটা যে একটু আগ থেকেই মাথায় রাখতে হচ্ছে টিম ব্রাজিলকে। যার জন্য এ ম্যাচের লাইনআপ নিয়েও টেকনিক অবলম্বন করবেন নিঃসন্দেহে। নেইমার দায়িত্ব নিয়ে লড়বেন, তা-ও হলুদ কার্ড রয়েছে। রিস্ক নেয়া সমস্যা তো তার জন্যও। ফলে বাড়তি কিছু টেনশন থাকছেই! ম্যাচটি পরিচালনা করবেন সুইডেনের রেফারি জন এরিকসন। আজ রাত ২টায় অনুষ্ঠিত হবে খেলাটি ব্রাসিলিয়ায়।

(ওএস/অ/জুন ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test