E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্তিত্ব রক্ষায় মরিয়া ইতালি ও উরুগুয়ে!

২০১৪ জুন ২৩ ২১:৫৯:২২
অস্তিত্ব রক্ষায় মরিয়া ইতালি ও উরুগুয়ে!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে বসে রয়েছে চার দলের গ্রুপে কোস্টারিকা৷ ইংল্যান্ড আগেই বিদায় নিয়েছে৷ জায়গা মাত্র একটি৷ সেখানে কে যাবে? ইতালি না উরুগুয়ে? দু’দলই একটি করে ম্যাচ জিতে রয়েছে৷ আবার অঙ্কের সূত্র ধরলে ড্র করলেও গোলের ব্যবধানে ইতালি চলে যাবে প্রি-কোয়ার্টার ফাইনালে৷ তাই জিততে হবে উরুগুয়েকে৷ ফলে মঙ্গলবারের এই মরা-বাঁচার ম্যাচে নির্ভর করছে দুই দলের ভবিষ্যত।

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে লুইস সুয়ারেজকে ঘিরে শংকা ছিল উরুগুয়েতে৷ তবে ইতালির বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে বিন্দুমাত্র ধোঁয়াশা থাকল না লুই সুয়ারেজকে ঘরে৷ দলের ডাক্ত জানিয়ে দিলেন, আজুরিদের বিরুদ্ধে শুরু থেকে মাঠে নামতে সমস্যা নেই ইংল্যান্ড ম্যাচের নায়কের৷

ইংল্যান্ড ম্যাচে দু’গোল করলেও, ম্যাচ শেষের কিছু আগে সুয়ারেজকে তুলে নেওয়া হয়েছিল৷ তাহলে কি আবার চোট? দলের ডাক্তাররা জানিয়েছেন, ‘এতদিন পরে মাঠে নেমেছে৷ ও খুব ক্লান্ত হয়ে পড়েছিল৷ সেই জন্যই ওকে তুলে নিতে হয়েছিল৷ চোট সমস্যা অতীত৷ ও খেলবে ইতালি ম্যাচে৷’

ইতালি আবার উরুগুয়েকে ভালোভাবেই চেনে৷ এক বছর আগে কনফেডারেশন্স কাপে তৃতীয় স্থানের ম্যাচে ইতালি টাইব্রেকারে হারিয়েছিল সুয়ারেজদের৷ বুফোঁ একাই তিনটি শট আটকে দিয়েছিলেন৷ এরপরেও প্রান্দেলি কিন্তু সতর্ক৷ তিনি ফুটবলারদের স্পিরিটের উপর জোর দিচ্ছেন৷ বলছেন, ‘ফুটবলারদের বলেছি, অযথা শক্তি ক্ষয় না করতে৷’

নিজের দলের ডিফেন্সকে অটুট রাখতে চান৷ এজন্য কিছু বদলও করতে চান। নাতালে গরম নিয়ে সমস্যা রয়েছে৷ ম্যাচটা আবার দুপুর ১টায়৷ যদিও বন্দর এলাকায় খেলা থাকায় গরম কতটা থাকবে, তা নিয়ে সন্দেহ রয়েছে৷ গরমে উরুগুয়ের কষ্ট না হলে কিছুটায় সমস্যায় পড়তে পারে ইতালি৷ তাই ভরদুপুরে প্র্যাক্টিসে নামছেন তিনি৷ মারিও বালোতেল্লির সঙ্গে ইম্মোবিলকে ফরোয়ার্ডে রাখতে চান প্রান্দেলি৷ চোটের কারণে টিমে নেই ডি রোসিও৷

(ওএস/পি/জুন ২৩,২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test