E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্যামেরুন ১ : ৪ ব্রাজিল

নেইমার দাপটে ব্রাজিলের জয়, ক্যামেরুন ছারখার

২০১৪ জুন ২৪ ০৭:০০:৩৭
নেইমার দাপটে ব্রাজিলের জয়, ক্যামেরুন ছারখার

স্পোর্টস ডেস্ক : সব সমীকরণের অবসান ঘটিয়ে অবশেষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে জায়গা করে নিল ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে দু’টিতে জয় ও একটি ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ জয়ের ফলে ২৮ জুন নকআউট পর্বের প্রথম খেলায় চিলির মোকাবেলা করবে ব্রাজিল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

এর আগে খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। এর আগে ১৭ ও ৩৫ মিনিটে দুই গোল করে প্রথমার্ধে ব্রাজিলকে এগিয়ে রাখেন পোস্টারবয় খ্যাত নেইমার। তবে ২৬ মিনিটে ক্যামেরুনের মাতিপ এক গোল পরিশোধ করতে সক্ষম হন।

এ দুই গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে অবস্থান করছেন নেইমার। এছাড়া তিন গোল করে তালিকায় পেছনে রয়েছেন ফ্রান্সের বেনজামা, নেদারল্যান্ডের পার্সি ও রোবেন এবং বিশ্বকাপের একমাত্র হ্যাট্রিক অর্জনকারী জার্মানির থমাস মুলার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মুর্হুমূহু আক্রমণে যায় ব্রাজিল। আর তাতে ৪৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন ফ্রেড। এবারের বিশ্বকাপ আসরে ফ্রেডের এটি প্রথম গোল। বদলি খেলোয়াড় হয়ে পওলিনহোর স্থলে ৪৬ মিনিটে মাঠে নামা ফারনান্দিনিহো দলের পক্ষে চতুর্থ গোলটি করেন।

ম্যাচের শুরু থেকে ক্যামেরুন ফুটবল দলের খেলোয়াড়দের বেশ আগ্রাসী মনোভাবে দেখা যায়। মাঠে ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে অসদ আচরণও করেন তারা। ১৫ মিনিটের মাথায় নেইমারকে কারণ ছাড়াই ধাক্কা দেন নিয়্যম। এ অবস্থায় খেলার ৭১ মিনিটের মাথায় নেইমারকে তুলে নেন কোচ। তার জায়গায় নামেন উইলিয়ান।

ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের ২০ মিনিটের মাথায় নেইমারের বাম পায়ের জোড়ালো শট ক্যামেরুনের গোলরক্ষক না আটকে দিলে এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিকের মালিক হতেন তিনি। আর ব্রাজিল এগিয়ে যেতো ৩ গোলে।

খেলার ২১ মিনিটে আরও একটি সুযোগ মিস করেন ফ্রেড। শুরুতেই গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল। এছাড়া ৩ ও ৬ মিনিটে পাওয়া কর্নারও কাজে লাগাতে পারেনি তারা।

পাল্টা আক্রমণে ৯ মিনিটের মাথায় ২০ গজ দূর থেকে আবুবক্করের শট ডিবক্সে অটকে দেন মার্সেলো। ১২ মিনিটের মাথায় মার্সোলোকে ফাউল করায় ম্যাচের প্রথম হলদু কার্ড পান ক্যামেরুনের এনহো।

বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত ২টায় ব্রাসিলিয়ার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচ খেলতে ‍না পারা ফরোয়ার্ড হাল্ক দলে ফিরিছেন। ইতোমধ্যে ক্যামেরুনের বিপক্ষে একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে যারা ছিলেন তাদের নিয়ে সাজানো হয়েছে একাদশ।

এদিন একই সময়ে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নকআউট পর্বে ওঠার লক্ষ্যে রেসিফের অ্যারিনা পরনামবুসো স্টেডিয়ামে ওই ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। ম্যাচটি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি।

(ওএস/অ/জুন ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test