E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক ম্যাচের বিরতিতে জ্বলে উঠেছে 'নেইমার'

২০১৪ জুন ২৪ ০৮:৫২:০৩
এক ম্যাচের বিরতিতে জ্বলে উঠেছে 'নেইমার'

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচের বিরতি দিয়ে আবারও নেইমার বিস্ফোরণে ব্রাজিল উন্মাতাল। মেক্সিকোর বিপক্ষে গোল না পাওয়ার জ্বালা ভুলিয়ে দিয়ে এই তারকা বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল করে আলোড়ন তুলে গেছেন পুরো স্টেডিয়ামে। এমনিতেই ব্রাসিলিয়া শহরের মাঝখানে 'মানে গারিঞ্চার' শোভা অন্য রকম। এই স্টেডিয়ামকে ঘিরে নানা আয়োজনে সে যেমন অপরূপ, পাশাপাশি হলুদ-সবুজের সমারোহ, নেইমারের অমন বিস্ফোরণের পর তা গ্যালারিতে মনোহারী ফুলে রূপ নিয়েছে। ৪-১ গোলের বড় জয়ে সেই ফুলের সুরভি ছড়িয়ে পড়েছে ব্রাসিলিয়া থেকে পুরো ব্রাজিলে।

আর্জেন্টিনার মেসি থাকলে ব্রাজিলের নেইমার। নেইমারের লড়াইটা ক্যামেরুনের সঙ্গে হলেও বিশ্বকাপ হাওয়ায় তা দাঁড়িয়ে গেছে মেসি বনাম নেইমারে। দুই পরম বন্ধুর লড়াইয়ের জায়গাটা বার্সেলোনা হলে মেসি অবশ্যই এগিয়ে থাকতেন কিন্তু বিশ্বকাপের বলে নেইমারও দুর্বার। ব্রাজিলের জার্সি গায়ে দারুণ সফল এই তরুণ স্ট্রাইকার কালও হঠাৎ হাওয়া বদলে দিয়েছেন। শুরুতে একটা চাপ দিয়েছিল ব্রাজিল। সেটা সামলে নিয়ে ক্যামেরুন খেলাটা গুছিয়েছে। ১৩ মিনিটে অনেকগুলো পাসের প্রদর্শনীর পর আবুবকরের দুর্দান্ত স্কয়ার পাসটি দাভিদ লুইস না ঠেকালে বিপদ হতে পারত। এর আগে কাউন্টার অ্যাটাকে একবার বিপজ্জনক হয়ে উঠেছিল। স্পষ্টতই হাওয়া ক্যামেরুনের দিকে, কিন্তু সেই হাওয়া হঠাৎ উল্টো দিকে বইয়ে দেন নেইমার। ১৭ মিনিটে লুইস গুস্তাভোর ক্রসটিকে বুটের আলতো ছোঁয়ায় পৌঁছে দিয়েছেন ক্যামেরুনের জালে। এরপর এই তারকার বুলেট গতির শট আটকে দিয়েছেন ক্যামেরুনের গোলরক্ষক, সেটা হয়ে গেলে হয়তো ম্যাচে আর ক্লাইম্যাক্স থাকত না। কিন্তু ব্রাজিলের ডিফেন্সের গর্ব হাওয়ায় মিশিয়ে দিয়ে জোয়েল জালে বল পাঠিয়ে দিলে বিস্ময় নেমে আসে স্টেডিয়ামে।

ক্যামেরুন ম্যাচে ফেরে কিন্তু নেইমার আছেন, তাঁর পায়ে ফুটবল ফুটছে ফুল হয়ে। যেন উদ্বোধনী ম্যাচের মতো জোড়া গোলের সুরভি নিয়েই নেমেছেন মাঠে। ৩৫ মিনিটে খুব পরিকল্পিত আক্রমণ ছিল না। মার্সেলোর দেওয়া বলটি ধরে এক ডিফেন্ডারকে বডি ডজে ছিটকে ফেলে গোলরক্ষককে বোকা বানিয়ে কাছের পোস্টে বল পাঠিয়ে আবার গ্যালারি রঙিন করে তুলেছেন। বিরতিতে যাওয়ার আগেই জোরালো করে গেছেন ব্রাজিলিয়ানদের স্বপ্নটা।

বিরতি থেকে ফেরার পরও বজায় থাকে ব্রাজিলের আধিপত্য। তবে ফ্রেদের অমার্জনীয় মিসে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়াতে পারেনি, গোলরক্ষককে একা পেয়েও শট নিতে পারেননি এই স্ট্রাইকার। তবে ৪৯ মিনিটে দাভিদ লুইজের ক্রসে হেড করে বিশ্বকাপে গোলের খাতা খুলেছেন, ব্রাজিল এগিয়ে যায় ৩-১ গোলে। কয়েক মিনিট পরে ক্রোয়েশিয়ার জালে মেক্সিকোর তৃতীয় গোলের খবর রটে যায় ব্রাসিলিয়ায়। পয়েন্ট এবং গোল ব্যবধানে ব্রাজিলের সঙ্গে সহাবস্থানে মেক্সিকো। গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে আরেকটি গোল দরকার কিন্তু এর আগেই নেইমার উঠে গেছেন। তাতে কি, গ্রুপের তৃতীয় ম্যাচে এসে ব্রাজিল যে ছন্দ ফিরে পেয়েছে। এমন দিনে বদলিরাও দুর্বার, পাউলিনিয়োর বদলি হয়ে নামা ফের্নান্দিনিয়ো ৮৪ মিনিটে সেই চতুর্থ গোলের প্রয়োজন মিটিয়েছেন। অবশ্য সেটা আর না হলেও চলত, কারণ ক্রোয়েশিয়া এক গোল ফিরিয়ে দিলে মেক্সিকো জেতে ৩-১ গোলের ব্যবধানে। তাতে 'এ' গ্রুপ থেকে ব্রাজিল ও মেক্সিকোর ৭ পয়েন্ট করে হলেও গোল ব্যবধানে (+৫) ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে এড়াতে পেরেছে শক্তিশালী নেদারল্যান্ডসকে। মেক্সিকো (+৩) গোল গড়ে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ।

(ওএস/অ/জুন ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test