E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রেস্ট কমালেন টেনিস তারকা সিমোনা!

২০১৪ জুন ২৫ ২০:২২:৩৯
ব্রেস্ট কমালেন টেনিস তারকা সিমোনা!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তার স্তনদ্বয় সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তার পর তিনি যা পদক্ষেপ করলেন, তা দেখে অনেক খেলোয়াড়ই হয়তো তা করতে পারবেন না। সিমোনা হালেপ। উইম্বলডনের তৃতীয় নম্বরের টেনিস তারকা। সাফল্যের জন্য নিজের ব্রেস্ট রিডাকশান সার্জারি করান ২২ বছরের এই টেনিস খেলোয়াড়। উল্লেখ্য, র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তার স্থান রাশিয়ার মারিয়া শারাপোভারও ওপরে।

অপারেশনের পর সিমোনা যখন খেলতে নামেন, তখন এক ধারাভাষ্যকার বর্ণনা করেছিলেন, 'তিনি আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী এবং তার স্ট্রোক এখন আগের তুলনায় কম বাধার সম্মুখীন হয়, কারণ সেই প্রতিবন্ধকতা এখন কমে গিয়েছে।'

বছর ২২-এর এই রোমানিয়ন টেনিস খেলোয়াড় গত বছর ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড এবং জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন।

তার সম্প্রতি নিযুক্ত কোচ ইউম ফিসেটে জানান, ব্রেস্ট রিডাকশান 'তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।' তিনি আরও বলেন, 'আমি মনে করি এটাই সঠিক সিদ্ধান্ত। আমি তাকে তার পর থেকে দেখিনি, কিন্তু তার কয়েকটি ছবি দেখেছি। সে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি তাই বুঝি। তাই সে জনপ্রিয়। আশা করছি সে গ্র্যান্ড স্ল্যাম জিতবে। তার পর সকলে তার সেই জয়ের প্রসঙ্গে কথা বলবে, অন্য ব্যাপারে নয়।'

অস্ত্রোপচারের সময়ে সিমোনা বলেছিলেন, 'আমার রোজকার জীবনে আমি তা পছন্দ করতাম না। আমি খেলোয়াড় না-হলেও সার্জারি করাতাম।'

(ওএস/পি/জুন ২৫,২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test