E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বসনিয়া ৩ : ১ ইরান

বসনিয়ার প্রথম জয়, বিদায় ইরানের

২০১৪ জুন ২৬ ০০:০৩:২৪
বসনিয়ার প্রথম জয়, বিদায় ইরানের

স্পোর্টস ডেস্ক : চোখভরা স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল পার্সিয়ানরা। জয় নিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত দ্বিতীয় পর্বে পারি দেবার লক্ষ্য নিয়েই মাঠে নামে তারা। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে নাইজেরিয়াকে আটকে রাখার পর আর্জেন্টিনাকেও নব্বই মিনিট পর্যন্ত গোল শূন্য রেখেছিল ইরান।

আর সেই ধারাবাহিকতায় বসনিয়াকে হারিয়ে দ্বিতীয় পর্বে পাড়ি জমানোর স্বপ্নটা পূরণ হলো না ইরানের। বুধবার সালবাদরের অ্যারেনা ফন্টেনোভা স্টেডিয়ামে ইরানকে ৩-১ ব্যবধানে হারিয়ে উল্লাসে মাতল বসনিয়া ও হার্জেগোভিনা। আর সেই সাথে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায়ের গল্প লেখা হয়ে গেল ইরানের।

জি গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় পর্বে পাড়ি জমালো আর্জেন্টিনা ও নাইজেরিয়া। জয় পেলেও দ্বিতীয় পর্বে যাবার কোন সুযোগ ছিল না বসনিয়ার। কিন্ত বিশ্বকাপের মঞ্চে একটি জয় নিয়ে ফেরাও তাদের কাছে অনেক কিছুই। আর ইরানের বিপেক্ষ এটা তাদের প্রথম বিজয়। অন্যদিকে জয় নিয়ে দ্বিতীয় পর্বে যাবার সুযোগ থাকলেও সেই সুযোগের ব্যবহার করতে পারেনি পার্সিয়ানরা। বিশ্বকাপে গোল শূন্য থেকে দেশে ফিরে যেতে হচ্ছে তাদের।

পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে দুর্দান্ত বসনিয়ান ও হার্জেগোভিনার খেলোয়াড়রা। বল বেশির ভাগ সময় ছিল বসনিয়ানদের পায়েই। শেষ পর্যন্ত খেলার ফলাফলও তাদের শ্রেষ্ঠত্যের প্রমাণই দিয়েছে। ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় বসনিয়া। ৩০ গজ দূর থেকে শট নিয়ে বল ইরানের জালে পাঠান বসনিয়ার ফরোয়ার্ড এডিন জেকো। এরপর আর খেলায় ফিরতে পারেনি ইরান। গোল হজমের দুই মিনিট পরই গোলের সুযোগ পায় ইরানের খেলোয়াড় মাসুদ। সুযোগ সৃষ্টি হয়েছিল ৪৫ মিনিটে দিজাগাহের ফ্রিকিক থেকেও। কিন্তু জাল খুঁজে পায়নি ইরানিয়ানদের প্রচেষ্টা।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আবারো গোল পায় ইউরোপের ড্রাগনরা। সে সময় ইরানের খেলোয়াড়রা কোন বাধা ছাড়াই বল নিয়ে অনেক দূর যেতে সুযোগ করে দেয় বসনিয়ার সুসিককে। আর তার চমৎকার পাস থেকেই বিপদজনক জায়গায় বল পেয়ে যান বুরুসুয়াডর্টমুন্ড তারকা পিজানিক। আর আর তার নেয়া শট আবারো একবার ঢেউ তোলে ইরানের জালে।

খেলার ৮২ মিনিটে ইরানি শিবিরে কিছুটা আশা ফিরে আসে। এসময় ২৬ বছর বয়সী ইরানি ফরোয়ার্ড গুচানেজাদের গোলে ব্যবধান কমে হয় ২-১। কিন্তু খেলায় ফিরে আসার সেই আশা সফল হয়নি এশিয়ার দেশটির। একমিনিটের মাথায় আবার গোল হজম করে তারা। এসময় সতীর্থ সেজাদ সালিহোভিকের পাস থেকে বল পেয়ে গোল করেন বসনিয়ার ডিফেন্ডার আবদিজা সাজেভিক (৩-১)। আর বিশ্বকাপে শেষ পর্যন্ত একটা জয় নিয়ে বসনিয়ার সমর্থকদের উল্লাস করার একটা সুযোগ করে দেন ড্রাগন ফুটবলাররা। আর এই জয়ের মাধ্যমেই বিশ্বকাপের আসর থেকে বিদায় নিতে হল পার্সিয়ান স্টারসেদের।

(ওএস/অ/জুন ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test