E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলজেরিয়া ১ : ১ রাশিয়া

নকআউটে আলজেরিয়া

২০১৪ জুন ২৭ ০৮:৩৭:৪২
নকআউটে আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধের ০-১ গোলে পিছিয়ে থাকলেও খেলার ৬০ মিনিটের মাথায় ইসলাম লিমানির দুর্দান্ত এক হেড থেকে সমতায় ফেরে আলেজেরিয়া। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়েন আলজেরিয়া-রাশিয়া।

দু’দলের এ সমতার ফলে ‘এইচ’ গ্রুপের রানারআপ দল হিসেবে নকআউটে গেল আলজেরিয়া। তারা শেষ ১৬-তে জার্মানির বিপক্ষে খেলবে।

খেলা শুরুর ৬ মিনিটের মাথায় আলজেরিয়ার জালে বল জড়িয়ে এগিয়ে যায় রাশিয়া। স্ট্রাইকার আলেকজান্দ্রার ককরিন দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন।

তবে ২৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলের সুযোগ মিস করে রাশিয়া। এর ফলে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে বিরতিতে যায় রাশিয়া।

খেলার ৫১ মিনিটের মাথায় আকেজান্দ্রারের বাম পায়ের শট গোল পোস্টের একটু উপর দিয়ে না গেলে ব্যবধানটা দ্বিগুণ হতে পারতো।

খেলার ৬০ মিনিটে বারহিমির একটি ক্রস থেকে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে সমতায় ফেরান লিমানি।

এরপর খেলার ৭১ মিনিটে ককরিনের একটি শট বক্সের বাইরে দিয়ে না গেলে এগিয়ে যেতে পারতো রাশিয়া।

এরপর আর কেউ গোল করতে পারেনি। ফলে ১-১ গোলে সমতায় রেখে মাঠ ছাড়ে দু’দল।

খেলায় ৫৩ শতাংশ নিজেদের দখলে বল রাখে রাশিয়া। এছাড়া ২৯টি ফাউলের মধ্যে ১৫টিই করে আলজেরিয়ার এবং ১৪টি করে রাশিয়ান খেলোয়াড়রা।

খেলার ৮ মিনিটের মাথায় রাশিয়ার কমবারোভ ফাউল করেন। একই সময়ে আক্রমণে আসেন আলজেরিয়ার বেনতালেব। ১৪ মিনিটে ফের আক্রমণে যান ব্রাহিমি। রাশিয়ার গোলরক্ষক আকিনফিভ তা আটকে দেন।

১৯ মিনিটের মাথায় ফের আক্রমণে যান ককরিন। পরবর্তী মিনিটে অফসাইডের ফাঁদে পড়েন রাশিয়ার করজাকভ।

৩০ মিনিটে আলজেরিয়ার একটি আক্রমণ কর্নারের বিনিময়ে রক্ষা করেন আকিনফিভ।

৩৯ মিনিটে ম্যাচের প্রথম হলুদ কার্ড প‍ান আলজেরিয়ার মেসবাহ। ৪৩ মিনিটে ব্রহিমির কর্নারের পর লিমানির চেষ্টাও ব্যর্থ হলে প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি আলজেরিয়া।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় মুখোমুখি হয় দল দু’টি।

‘এইচ’ গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ব্রাজিলের কুরিতিবার অ্যারিনা দ্যা বাইজাদ‍া স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এর আগে দল দু’টির একবার লড়াইয়ের ফলাফল ২-২ গোলে ড্র। তাই বৃহস্পতিবারের এ ম্যাচ একদিকে এগিয়ে যাওয়ার, অপরদিকে নকআউটে ওঠার লড়াইয়ে পরিণত হয়।

গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হারে আলজেরিয়া। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-২ গোলে বিশাল জয় তুলে নেয় দলটি।

অপরদিকে, প্রথম ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র ও দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

(ওএস/অ/জুন ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test