E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্র ০ : ১ জার্মানি

নকআউটে জার্মানি

২০১৪ জুন ২৭ ০১:০০:৪২
নকআউটে জার্মানি

স্পোর্টস ডেস্ক : গ্রুপের শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করলো ল্যোর শীর্ষর। আগামী ৩০ জুন নকআউট পর্বে এইচ গ্রুপের রানারআপ দলের বিপক্ষে মাঠে নামবে জামার্নি।

বৃহস্পতিবার জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকে। গোল না পাওয়া জার্মানরা দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠে। ‍আর তাতেই ম্যাচের ৫৪ মিনিটের মাথায় গোল পায় জার্মানি। বিশ্বকাপের এবারের আসরে চতুর্থ গোল করে দলকে এগিয়ে নেন থমাস মুলার।

গোল পরিশোধে মরিয়া যুক্তরাষ্ট্র ম্যাচের অতিরিক্ত সময়ে সুযোগ পেয়েও তা পরিশোধে ব্যর্থ হয়। তবে ম্যাচ হারলেও শেষ ষোলোয় জায়গা করে নেয় ক্লিন্সম্যানের শীর্ষরা। সমান পয়েন্ট হওয়ার পরও গোল ব্যবধানে এগিয়ে থাকায় পর্তুগালকে সরিয়ে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র।

প্রথমার্ধে গোল না পাওয়া জার্মানি দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন আনে। পোডলস্কির স্থলে নামানো হয় ক্লোসাকে। ম্যাচের ৫২ মিনিটের মাথায় গোলের সুযোগও পান। তবে বলে ঠিকমতো মাথা ছোঁয়াতে না পারলে এবারের মতো রেকর্ড করতে ব্যর্থ হন ক্লোসা।

দ্বিতীয়ার্ধে জার্মান গোলরক্ষক ন্যুয়েরকে বেশ কয়েকবার গোলপোস্ট ছেড়ে বের হয়ে আসতে দেখা যায়।

প্রথমার্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চেপে ধরে জার্মানি। একের পর এক আক্রমণে গিয়েও দেখা পায়নি সাফল্যের। ১৫ মিনিট পর থেকে পাল্ট‍া আক্রমণে যাওয়া যুক্তরাষ্ট্রও প্রথমার্ধে জার্মানির জালে কোনো বল জড়াতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।

প্রথমার্ধে জার্মানি ৬০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, আর যুক্তরাষ্ট্রের দখলে থাকে ৪০ শতাংশ। এছাড়া প্রথমার্ধের ৯টি ফাউলের মধ্যে যুক্তরাষ্ট্র করে ৬টি।

খেলার দ্বিতীয় মিনিটেই সংঘবদ্ধ আক্রমণে যায় জার্মানি। এসময় পোডলস্কির শট গোলবার লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিটে বোয়াতেংয়ের দুর্বল শট তালুবন্দি করেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হাওয়ার্ড।

১০ মিনিটে যুক্তরাষ্ট্রের জনসনকে ফাউল করায় ম্যাচের প্রথম হলুদ কার্ড পান জার্মানির হাউদেস।

১৩ মিনিটের মাথায় জার্মানির আরও একটি আক্রমণ ফিরিয়ে দেন গঞ্জালেজ। পরবর্তী মিনিটে ফের মুলারকে আটকে দেন তিনি। এরপর ১৮ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে অনেকটা একা পেলেও অফসাইডের ফাঁদে পা দেন মুলার।

তবে পরবর্তী মিনিটে আক্রমণে যাওয়া যুক্তরাষ্ট্রের বিসলের দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২২ মিনিটে ফের লক্ষ্যভ্রষ্ট হয় জুসি’র শট। ২৫ মিনিটে ফের অফসাইডের ফাঁদে পড়েন মুলার। ৩৫ মিনিটে গোলবার লক্ষ্য করে ওজিলের করা শট আটকে দেন হাওয়ার্ড।

৩৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পান উক্তরাষ্ট্রের গঞ্জালেজ। ৩৯ মিনিটে পোডলস্কির মাইনাস অপরপ্রান্তে পৌঁছানোর আগেই আটকে দেন হাওয়ার্ড।

৪২ মিনিটে জোনসের ফাউল থেকে পাওয়া ফ্রি কিকেও গোল পায়নি জার্মানি। ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের সংঘবদ্ধ একটি আক্রমণ ভুল পাসের কারণে নিস্ফল থাকে।

৪৮ মিনিটে জার্মানির আরও একটি আক্রমণ রুখে দেন গঞ্জালেজ। ফাউলের জন্য ৬২ মিনিটে হলুদ কার্ড পান যুক্তরাষ্ট্রের বেকারম্যান।

৭৬ মিনিটে শের্য়াইনস্টাইগারকে উঠিয়ে নামানো হয় বার্য়ানের মিডিফিল্ডার গোৎজেকে। আর শেষ মুর্হূতে ওজিলকে ‍উঠিয়ে মাঠে নামানো হয় শুরিলিকে।

ম্যাচের অতিরিক্ত সময়ে যুক্তরাষ্ট্রের সংঘবদ্ধ আক্রমণ রুখে দেন ফিলিপ লাম। এর কয়েক মুর্হূতের মাথায় ফের ব্যর্থ হন ডাম্পসি।

এর আগে গোৎজে ও খেদিরাকে বসিয়ে শের্য়াইনস্টাইগার, পডলস্কিকে মূল একাদশে নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামে র্জামানি।

জি গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার লক্ষ্যে রেসিফের অ্যারিনা পারনামবুকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচ শুরু হয়। একই সময়ে অপর খেলায় পর্তুগাল মুখোমুখি হয়েছে ঘানার।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দল দু’টি (র্জামানি-যুক্তরাষ্ট্র) একটিতে জয় পায় ও একটি ড্র করে। এর ফলে এ ম্যাচে জয়ী দল নকআউটের টিকিট পাবে।

তবে ফলাফল ড্র হলেও দুই দলই নকআউট পর্ব নিশ্চিত করবে। পর্তুগাল-ঘানা ম্যাচের ফল তাদের ওপর কোনো ফেলবে না।

জার্মানি ও যুক্তরাষ্ট্র দু’টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। জার্মানির মূল একাদশে গোৎজে ও খেদিরাকে বসিয়ে নামানো হয়েছে শের্য়াইনস্টাইগার ও পডলস্কিকে।

মূল একাদশে দু’টি পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রও। ক্যামেরুন ও বিদোয়াকে বসিয়ে নামানে হয়েছে গঞ্জালেজ ও ডেভিসকে।

জোয়াকিম ল্যোর তত্ত্বাবধানে জার্মানি একাদশে খেলছেন- ন্যুয়ের, বোয়াতেং, হুমেলস, হাউদেস, লাম, মোর্তেসেকার, শের্য়াইনস্টাইগার, ওজিল, ক্রুস, পডলস্কি ও মুলার।

জোয়াকিম ল্যোর ‘গুরু’ হর্য়ুগেন ক্লিন্সম্যানের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র একাদশে খেলছেন- হাওয়ার্ড, গঞ্জালেজ, বিসলে, বিসলার, জনসন, ব্র্যাডলি, জোনস, বেকারম্যান, ডেভিস, জুসি ও ডাম্পসি।


(ওএস/অ/জুন ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test