E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফের প্রশ্নবিদ্ধ শ্রীনিবাসন!

২০১৪ জুন ২৮ ১৯:২৩:২০
ফের প্রশ্নবিদ্ধ শ্রীনিবাসন!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শ্রীনিবাসন অস্ট্রেলিয়া মিডিয়ারও তোপের মুখে পড়েছেন। তার সবচেয়ে বড় শত্রু ছিলই দেশের মিডিয়া৷ এবার সেই তালিকায় নাম লেখাল অস্ট্রেলিয়া মিডিয়াও৷ বিসিসিআই প্রেসিডেন্ট এবং বর্তমানে আইসিসি-র নতুন চেয়ারম্যান এন শ্রীনিবাসন৷

কারণ আইপিএল-৬ স্পট ফিক্সিং কাণ্ডে যেখানে শ্রীনির জামাই গুরুনাথ মায়াপ্পন অভিযুক্তের তালিকায় অন্যতম৷ এ ধরনের একজন ব্যক্তি কী করে আইসিসির চেয়ারম্যানের মতো পদে নিয়োগ হন, তা নিয়ে প্রশ্ন তুলেছে অজি মিডিয়া৷

মেলবোর্ন কনফারেন্সে যোগ দিতে গিয়ে তাই বিপদেই পড়েছেন বিসিসিআই সভাপতি৷ নিউজিল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর মার্টিন স্নেডেনও বলেন, যদি স্পট ফিক্সিং কাণ্ডের তদন্তে কোনও সমস্যা তৈরি হয়, তখন সেটা নিয়ে অবশ্যই আইসিসিকে ভাবতে হবে৷

স্নেডেন আরও বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, বিগ থ্রি-রা অনেক সুবিধাই নিচ্ছেন৷ কিন্তু সেইসঙ্গে তারা আরও অনেক কিছু আন্তর্জাতিক ক্রিকেটকে দিয়েও থাকে৷’

(ওএস/পি/জুন ২৮,২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test