E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়ল

২০১৪ জুলাই ০৫ ১৫:৩৫:৫৭
নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়ল

স্টাফ রিপোর্টার : বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে উল্লম্ফন থামেনি। রমজানে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সমানতালে বেড়ে চলেছে দামের উল্লম্ফনও। রোজার আগে থেকেই দাম বাড়তে শুরু করলেও শুক্রবার পাঁচ রোজা পর্যন্ত কমেনি কোনো পণ্যের দামই। উপরন্তু পণ্যভেদে কোনো কোনোটির দাম আরেক দফা বেড়েছে।

বেগুনের দাম বাজারভেদে ১০০ টাকায়ও স্পর্শ করেছে। ৪০ টাকার শসাও হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। বেড়েছে করলা, মরিচ, পেঁপে ও পটোলের দামও। মশলাজাতীয় পণ্যের ঊর্ধ্বগতি ঠেকানো যায়নি। নিত্যপণ্য হিসেবে ব্যবহার্য মশলা আদার ঝাঁজ দামেও প্রতিফলিত হচ্ছে। দেশী আদা মাঝারিমানের ১৮০ টাকা ও ভালো মানের ২০০ টাকা।

বিদেশী আদা বিক্রি হচ্ছে ২২০ টাকায়। বাড়তি দাম হাঁকা হচ্ছে রসুনেও। প্রতি কেজি রসুন মানভেদে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এলাচ, দারুচিনি, লবঙ্গ, কাঠবাদাম, কিশমিশ, চিনাবাদাম, জিরা, আদা, সব মশলাজাতীয় পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে।

ক্রেতারা দাবি করছেন, বাজারে জিনিসপত্রের দামে আগুন লেগেছে। সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। অসহায় হয়ে পড়েছেন ক্রেতারা। আর বিক্রেতারা দাবি করেছেন, চাহিদা ও জোগানের মধ্যে ব্যাপক ফারাক থাকার কারণেই তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে।

(ওএস/এটিআর/জুলাই ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test