E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা শুরু কাল

২০১৮ ফেব্রুয়ারি ০৯ ১৪:৪৭:৪৬
জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা শুরু কাল

স্টাফ রিপোর্টার : জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। মেলা চলবে সোমবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত। কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা জানান, রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয় ও ডিএই’র খামার যান্ত্রিকীকরণ প্রকল্প। এবারের প্রতিপাদ্য ‘কৃষি যন্ত্রপাতি ব্যবহারে, অর্থ-শ্রম-সময় বাঁচবে’।

এ মেলার মাধ্যমে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যয় সাশ্রয়ী, লাভজনক ও আধুনিক কৃষি যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মেলায় সরকারি-বেসরকারি ২১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে উদ্বোধনী দিনে কেআইবি অডিটরিয়ামে ‘বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের পথপরিক্রমা ও সরকারি উদ্যোগ’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে মেলা উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সভাপতিত্ব করবেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test